ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন রাজনৈতিক দল নিয়ে আনছেন ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীন। শাহজাহানপুরের সাবেক ছাত্রলীগ নেতা কাজল আটক খোকসা পৌরসভার ২নং ওয়ার্ড এলাকা উপজেলা পেছনে দীর্ঘ বছর ধরে অবহেলিত অবস্থায়। সহকারী শিক্ষক দ্বারা নারী প্রধান শিক্ষক লাঞ্চিত হাসপাতাল নির্মাণের জন্য তিস্তা প্রকল্প সংলগ্ন অঞ্চলে কমপক্ষে ১২ একর জায়গা খোঁজা হচ্ছে: তিস্তাপাড়ে চীনের হাসপাতাল স্থাপনের দাবি নদীভাঙনকবলিত মানুষের চট্টগ্রামে চলন্ত বাসে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধ*র্ষণের অভিযোগে বাসের চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। কুড়িগ্রামে ৪৭ কেজিসহ দুইজন আটক ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রংপুরে আধাবেলা ধর্মঘট পালিত : ফিলিস্তিনে শহীদদের জন্য দোয়াসহ ইসরাইলি সব পণ্য বয়কটের ডাক টেকনাফ মেরিন ড্রাইভের পাশে পরিত্যক্ত হাতবোমা ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ২৫ জন আহত শিক্ষার্থীদের মাঝে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা সনদ ও চেক হস্তান্তর

পাসপোর্ট ইস্যু এখন সহজতর: পুলিশ ভেরিফিকেশনের ঝামেলা শেষ

মোঃমকবুলার রহমান স্টাফ রিপোর্টা, নীলফামারী
  • আপডেট সময় : ০৩:৪৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫ ৪০ বার পড়া হয়েছে
দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃমকবুলার রহমান স্টাফ রিপোর্টা, নীলফামারী

পাসপোর্ট ইস্যু ও নবায়ন প্রক্রিয়ায় পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজনীয়তা সম্পূর্ণরূপে বাতিলের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। নাগরিক সেবা সহজ ও হয়রানিমুক্ত করতে নেওয়া এ সিদ্ধান্তের কথা তিনি জানান রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে।

অধ্যাপক ইউনূস বলেন, “পাসপোর্ট পাওয়া প্রত্যেক নাগরিকের অধিকার। এটি কোনো অনুগ্রহ নয়, বরং নাগরিক পরিচয়ের একটি মৌলিক নথি। আমরা আইনগতভাবে নিশ্চিত করেছি যে, এখন থেকে পাসপোর্ট ইস্যু করতে আর পুলিশের ভেরিফিকেশন প্রয়োজন হবে না। এ ধরনের প্রক্রিয়া অহেতুক হয়রানির জন্ম দেয়, যা বন্ধ করতে হবে।”

প্রশাসনকে সাধারণ মানুষের সেবায় আরও গতিশীল ও জনবান্ধব করার আহ্বান জানিয়ে তিনি জেলা প্রশাসকদের উদ্দেশে বলেন, “আপনারা প্রশাসনের ক্যাপ্টেন। ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, জনগণের স্বার্থে কাজ করুন। অন্যের রক্তচক্ষুকে ভয় পাবেন না। অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়টুকু দেশের সেবা ও জনকল্যাণে কাজে লাগান।”

আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর সরকারের সফলতা ও ব্যর্থতা নির্ভর করছে উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, “নারী, শিশু ও সংখ্যালঘুদের সুরক্ষা আমাদের অগ্রাধিকারের তালিকায় রাখতে হবে। পুরো দেশকে একটি টিম হিসেবে বিবেচনা করে এগিয়ে যেতে হবে, যেন কোনো ব্যক্তির ভুলে সামগ্রিক অগ্রযাত্রা ব্যাহত না হয়।”

প্রধান উপদেষ্টার এ ঘোষণাকে পাসপোর্ট প্রক্রিয়ায় নতুন যুগের সূচনা হিসেবে দেখছেন সাধারণ নাগরিকরা। প্রশাসনের সঙ্গে জনসাধারণের সম্পর্ক সহজতর ও বিশ্বাসযোগ্য করতে এমন উদ্যোগের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাসপোর্ট ইস্যু এখন সহজতর: পুলিশ ভেরিফিকেশনের ঝামেলা শেষ

আপডেট সময় : ০৩:৪৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫

মোঃমকবুলার রহমান স্টাফ রিপোর্টা, নীলফামারী

পাসপোর্ট ইস্যু ও নবায়ন প্রক্রিয়ায় পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজনীয়তা সম্পূর্ণরূপে বাতিলের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। নাগরিক সেবা সহজ ও হয়রানিমুক্ত করতে নেওয়া এ সিদ্ধান্তের কথা তিনি জানান রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে।

অধ্যাপক ইউনূস বলেন, “পাসপোর্ট পাওয়া প্রত্যেক নাগরিকের অধিকার। এটি কোনো অনুগ্রহ নয়, বরং নাগরিক পরিচয়ের একটি মৌলিক নথি। আমরা আইনগতভাবে নিশ্চিত করেছি যে, এখন থেকে পাসপোর্ট ইস্যু করতে আর পুলিশের ভেরিফিকেশন প্রয়োজন হবে না। এ ধরনের প্রক্রিয়া অহেতুক হয়রানির জন্ম দেয়, যা বন্ধ করতে হবে।”

প্রশাসনকে সাধারণ মানুষের সেবায় আরও গতিশীল ও জনবান্ধব করার আহ্বান জানিয়ে তিনি জেলা প্রশাসকদের উদ্দেশে বলেন, “আপনারা প্রশাসনের ক্যাপ্টেন। ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, জনগণের স্বার্থে কাজ করুন। অন্যের রক্তচক্ষুকে ভয় পাবেন না। অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়টুকু দেশের সেবা ও জনকল্যাণে কাজে লাগান।”

আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর সরকারের সফলতা ও ব্যর্থতা নির্ভর করছে উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, “নারী, শিশু ও সংখ্যালঘুদের সুরক্ষা আমাদের অগ্রাধিকারের তালিকায় রাখতে হবে। পুরো দেশকে একটি টিম হিসেবে বিবেচনা করে এগিয়ে যেতে হবে, যেন কোনো ব্যক্তির ভুলে সামগ্রিক অগ্রযাত্রা ব্যাহত না হয়।”

প্রধান উপদেষ্টার এ ঘোষণাকে পাসপোর্ট প্রক্রিয়ায় নতুন যুগের সূচনা হিসেবে দেখছেন সাধারণ নাগরিকরা। প্রশাসনের সঙ্গে জনসাধারণের সম্পর্ক সহজতর ও বিশ্বাসযোগ্য করতে এমন উদ্যোগের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিল।