পাসপোর্ট ইস্যু এখন সহজতর: পুলিশ ভেরিফিকেশনের ঝামেলা শেষ

- আপডেট সময় : ০৩:৪৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫ ৪০ বার পড়া হয়েছে

মোঃমকবুলার রহমান স্টাফ রিপোর্টা, নীলফামারী
পাসপোর্ট ইস্যু ও নবায়ন প্রক্রিয়ায় পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজনীয়তা সম্পূর্ণরূপে বাতিলের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। নাগরিক সেবা সহজ ও হয়রানিমুক্ত করতে নেওয়া এ সিদ্ধান্তের কথা তিনি জানান রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে।
অধ্যাপক ইউনূস বলেন, “পাসপোর্ট পাওয়া প্রত্যেক নাগরিকের অধিকার। এটি কোনো অনুগ্রহ নয়, বরং নাগরিক পরিচয়ের একটি মৌলিক নথি। আমরা আইনগতভাবে নিশ্চিত করেছি যে, এখন থেকে পাসপোর্ট ইস্যু করতে আর পুলিশের ভেরিফিকেশন প্রয়োজন হবে না। এ ধরনের প্রক্রিয়া অহেতুক হয়রানির জন্ম দেয়, যা বন্ধ করতে হবে।”
প্রশাসনকে সাধারণ মানুষের সেবায় আরও গতিশীল ও জনবান্ধব করার আহ্বান জানিয়ে তিনি জেলা প্রশাসকদের উদ্দেশে বলেন, “আপনারা প্রশাসনের ক্যাপ্টেন। ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, জনগণের স্বার্থে কাজ করুন। অন্যের রক্তচক্ষুকে ভয় পাবেন না। অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়টুকু দেশের সেবা ও জনকল্যাণে কাজে লাগান।”
আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর সরকারের সফলতা ও ব্যর্থতা নির্ভর করছে উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, “নারী, শিশু ও সংখ্যালঘুদের সুরক্ষা আমাদের অগ্রাধিকারের তালিকায় রাখতে হবে। পুরো দেশকে একটি টিম হিসেবে বিবেচনা করে এগিয়ে যেতে হবে, যেন কোনো ব্যক্তির ভুলে সামগ্রিক অগ্রযাত্রা ব্যাহত না হয়।”
প্রধান উপদেষ্টার এ ঘোষণাকে পাসপোর্ট প্রক্রিয়ায় নতুন যুগের সূচনা হিসেবে দেখছেন সাধারণ নাগরিকরা। প্রশাসনের সঙ্গে জনসাধারণের সম্পর্ক সহজতর ও বিশ্বাসযোগ্য করতে এমন উদ্যোগের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিল।