ডিসেম্বরে নির্বাচন দিতে হবে, কোন বাহানায় বিলম্বিত করবেন না: সালাউদ্দিন

- আপডেট সময় : ১০:৩৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫ ৭০ বার পড়া হয়েছে

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:
ফেনী মিজান ময়দানে এক জনসভা সালাউদ্দিন আহমেদ বলেন ডিসেম্বরে নির্বাচন দিতে হবে, কোন বাহানায় বিলম্বিত করবেন না প্রধান উপদেষ্টা।
নির্বাচন মুখী সংস্কারে মনোযোগ দিতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, স্পষ্টভাবে বলতে চাই চলতি বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন দিতে হবে, কোন বাহানায় নির্বাচন বিলম্বিত করবেন না৷ যারা আগে স্থানীয় সরকার নির্বাচন যারা চায় তাদের মতলব কি জানতে হবে, তারা কেন নির্বাচনকে বিলম্বিত করতে চায়।
১৬ ফেব্রুয়ারি রবিবার ফেনীর মিজান ময়দানে এক জনসভা তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলার উন্নতি, পতিত স্বৈরাচারের বিচার ও দ্রুত গণতান্ত্রিক যাত্রা পথে উত্তরণের জন্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে ফেনী জেলা বিএনপি এ জনসভা আয়োজন করে।
সালাউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। যেহেতু তাঁরা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে হত্যা যজ্ঞ করেছে। উদাসীন থাকলে হবে না, সরকারকে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। উপদেষ্টা পরিষদে যারা ফ্যাসিস্টের সরকারের দোসর রয়েছে যারা তাদের সরাতে হবে।
সালাউদ্দিন আহমেদ তিনি বলেন, আসছে রমজান যেভাবে পারেন, বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ বাড়ান, বাজার স্থিতিশীল করেন, মানুষ সংস্কারের চাইতে অতএব সংস্কার সংস্কার না করে বাজার নিয়ন্ত্রণ করুন।
এ সময় তিনি পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন জাতিসংঘ স্বীকৃত খুনি বলে মন্তব্য করেন।