মানবতার জন্য উখিয়া বিশ্বের কাছে পরিচিত – বিপিজেএফ সভাপতি

- আপডেট সময় : ১১:৩২:৫২ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫ ৪২ বার পড়া হয়েছে

মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী:
মানবতার জন্য উখিয়া বিশ্বের কাছে পরিচিত বলে মন্তব্য করেছেন নরসিংদীর কৃতিসন্তান,বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম এর সভাপতি ও মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী শরীফুল ইসলাম শাকিল।
শুক্রবার(৭ ফেব্রুয়ারী)রাতে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) কর্তৃক আয়োজিত উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপী ক্ষুদ্র কুটির শিল্প ও বস্ত্র মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন,উখিয়ার মানুষ মানবতার জন্য দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও সুনাম কুড়িয়েছেন। এক কথায় মানবতার জন্য উখিয়া বিশ্বের কাছে পরিচিত। আয়োজিত মেলা উৎসব মুখর পরিবেশে চলছে যা উখিয়ার ইতিহাসে অন্যন্য। সাংবাদিকতার পাশাপাশি এমন আয়োজন আসলেই প্রসংশার দাবিদার।
বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম উখিয়া উপজেলা শাখার সভাপতি আরফাত চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইমরানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার,আমানুল হক বাবুল, সাধারণ সম্পাদক মোঃ রোমান আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক এ.এইচ সেলিম উল্লাহ,সাংগঠনিক সম্পাদক পলাশ বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক আমিন,শিক্ষা বিষয়ক সম্পাদক আজমেরী সুলতানা প্রমূখ।
সভায় বক্তারা বলেন, রোহিঙ্গাদের সেদিনগুলোর ভয়াবহ চিত্র বিশ্ববাসীর কাছে পৌঁছে দিয়েছিল উখিয়ার সাংবাদিকরা। এদিকে দীর্ঘদিন পর মেলা অনুষ্ঠিত হওয়ায় সন্ধ্যায় যেমন মানুষ বিনোদন উপভোগ করছে তেমনি একত্রিত হচ্ছে। এছাড়াও মানুষের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরেছে।
এ সময় বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) উখিয়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ আল আজিজ, সহ-সভাপতি আব্দুল আল জুবায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুন নেছা তানিয়া,কোষাধ্যক্ষ এইচকে রফিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাহাত, দপ্তর সম্পাদক শাহেদ হোছাইন মুবিন, আলাউদ্দিনসহ মনোহরদী উপজেলা প্রেসক্লাবের অতিথি সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।