ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের উপর হামলায় ৭জন গ্রেফতার। নরসিংদীতে ১২ ঘন্টার মধ্যেই মিললো স্বামী-স্ত্রী দুজনের মরদেহ দ্রুত তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন চাই- ডা.শফিকুর রহমান ফেনী সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে মালামাল জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন ৪ বিজিবি। ৬শ কর্মী মিলে ঢাকা যাত্রাবাড়ী-সাইনবোর্ড মহাসড়কে পরিচ্ছন্নতা অভিযান। রাজউকের অভিযানে তিন ভবনের নির্মাণকাজ বন্ধ ও জরিমানা। নৌকাডুবিতে নিখোঁজের ১৫ ঘণ্টা পর শীতলক্ষা নদী থেকে স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার রক্ত মিশিয়ে মাংস বিক্রি, ২ হাজার টাকা জরিমানা আমার প্রশ্ন, হাসিনুর কি মানুষ নয়? মানুষ হয়ে মানুষের বুকের ওপর পা দিয়ে গুলি করে কীভাবে হত্যা করে? ওয়ারেন্টি দিচ্ছি, দেশের মানুষ নিরাপত্তা ও সম্মান নিয়ে বাঁচবে’ : ডা. শফিকুর রহমান ঝটিকা মিছিল নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

জয়পুরহাটে ২৪ ঘণ্টায় সাপের কামড়ে হাসপাতালে সাপুড়েসহ ৩ জন আক্রান্ত

নিরেন দাস,বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৩৯:১১ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে
দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিরেন দাস,বিশেষ প্রতিনিধি:

জয়পুরহাটে গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি স্থানে সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন সাপুড়েসহ তিন ব্যক্তি। এদের মধ্যে গুরুতর আহত একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (৮ জুলাই) সকাল সাড়ে ৮ টার দিকে জয়পুরহাট পৌরসভার কর্মচারী ও পৌর শহরের মণ্ডলপাড়া মহল্লার মৃত আব্দুল করিমের ছেলে সেহেল রানা ওরফে শিমু (৪৫) সাপের কামড়ে আক্রান্ত হয়ে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এর আগে, সকাল ৭টার দিকে পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা গ্রামের মৃত কোরবান আলী প্রামাণিকের ছেলে শহিদুল ইসলাম (৫৪) বাড়ির বাইরে ছোট একটি সাপের কামড়ে আক্রান্ত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করান।

অন্যদিকে, গত রবিবার (৭ জুলাই) সন্ধ্যায় কালাই উপজেলার শিব সমুদ্র গ্রামের সাপুড়ে গোলজার হোসেন (৩৫) মাত্রাই বাজারে আরেক সাপুড়ে আব্দুল খালেকের ব্যাগ থেকে সাপ বের করে নেওয়ার সময় কামড়ে আক্রান্ত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

সাপের কামড়ে আক্রান্ত কালাই উপজেলার শিব সমুদ্র গ্রামের সাপুড়ে গোলজার হোসেন বলেন, ‘আমি জীবনে অনেক সাপে কামড়ানো জটিল রোগীকে সুস্থ করেছি। আজ সাপের কামড়ে আক্রান্ত হয়ে নিজের চিকিৎসা করতে পারি নাই। আমি নিজেই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছি। সাপের কামড়ের কী যন্ত্রণা বুঝতে পারছি।’

জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মো. শহীদ হোসেন বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ৩ জন রোগী সাপের কামড়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে সোহেল রানা নামে এক রোগীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে। রোগীদের চিকিৎসা চলছে।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জয়পুরহাটে ২৪ ঘণ্টায় সাপের কামড়ে হাসপাতালে সাপুড়েসহ ৩ জন আক্রান্ত

আপডেট সময় : ১১:৩৯:১১ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪

নিরেন দাস,বিশেষ প্রতিনিধি:

জয়পুরহাটে গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি স্থানে সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন সাপুড়েসহ তিন ব্যক্তি। এদের মধ্যে গুরুতর আহত একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (৮ জুলাই) সকাল সাড়ে ৮ টার দিকে জয়পুরহাট পৌরসভার কর্মচারী ও পৌর শহরের মণ্ডলপাড়া মহল্লার মৃত আব্দুল করিমের ছেলে সেহেল রানা ওরফে শিমু (৪৫) সাপের কামড়ে আক্রান্ত হয়ে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এর আগে, সকাল ৭টার দিকে পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা গ্রামের মৃত কোরবান আলী প্রামাণিকের ছেলে শহিদুল ইসলাম (৫৪) বাড়ির বাইরে ছোট একটি সাপের কামড়ে আক্রান্ত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করান।

অন্যদিকে, গত রবিবার (৭ জুলাই) সন্ধ্যায় কালাই উপজেলার শিব সমুদ্র গ্রামের সাপুড়ে গোলজার হোসেন (৩৫) মাত্রাই বাজারে আরেক সাপুড়ে আব্দুল খালেকের ব্যাগ থেকে সাপ বের করে নেওয়ার সময় কামড়ে আক্রান্ত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

সাপের কামড়ে আক্রান্ত কালাই উপজেলার শিব সমুদ্র গ্রামের সাপুড়ে গোলজার হোসেন বলেন, ‘আমি জীবনে অনেক সাপে কামড়ানো জটিল রোগীকে সুস্থ করেছি। আজ সাপের কামড়ে আক্রান্ত হয়ে নিজের চিকিৎসা করতে পারি নাই। আমি নিজেই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছি। সাপের কামড়ের কী যন্ত্রণা বুঝতে পারছি।’

জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মো. শহীদ হোসেন বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ৩ জন রোগী সাপের কামড়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে সোহেল রানা নামে এক রোগীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে। রোগীদের চিকিৎসা চলছে।’