চট্টগ্রাম বন্দরে লাইটারেজ জাহাজের সংকটকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের ৩ টি নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান

- আপডেট সময় : ০৩:১৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫ ৭৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বন্দরে লাইটারেজ জাহাজের সংকটকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের ৩ টি নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান

সিফাতুল মারুফ নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
চট্টগ্রাম বন্দরে লাইটারেজ জাহাজের সংকটে খাদ্যপণ্য খালাসে অপেক্ষমান অসংখ্য মাদার ভেসেল। এ খবরে নারায়ণগঞ্জের শীতলক্ষা মেঘনা ও ধলেশ্বরী নদীরসহ দেশের বিভিন্ন নদী বন্দরে নোঙ্গর করে রাখা লাইটারেজ গুলোকে বন্দরে পাঠানোর জন্য বিআইএ ডাব্লিউ টিএর ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন । সোমবার (১০ ফেব্রুয়ারি ২০২৫) সকাল থেকে বিকেল পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান ও আশরাফুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের উপ-পরিচালক মোবারক হোসেন মজুমদার ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানে নদীতে নোঙ্গর করে রাখা কার্গো জাহাজগুলো পরিদর্শন করা হয় এবং জাহাজের মাস্টার, ড্রাইভার, সুকানী, লোড-আনলোডের শ্রমিক ও ইজারাদারদের সঙ্গে আলোচনা করা হয়। তাদের দ্রুত মালামাল খালাস করে চট্টগ্রাম বন্দরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এছাড়া, একটি লাইটারেজ জাহাজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিআইডব্লিউটিএর কর্মকর্তা জানান।এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে কৃত্রিম খাদ্যপণ্যের সংকট প্রতিরোধ করা।

























