দিনাজপুরের ২২ হাজার পিস নেশা জাতীয় ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ

- আপডেট সময় : ০৬:৩৬:১২ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ ১০৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
দিনাজপুরের ঘোড়াঘাটে ২২ হাজার পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। ওই ট্যাবলেটের বাজার মূল্য ৪৪ লাখ টাকা।
(১৭ ডিসেম্বর) মঙ্গলবার
রাতে উপজেলার ৪নং ঘোড়াঘাট ইউনিয়নের কামদিয়া রোডের করাত কলের পাশে থেকে ওই ট্যাবলেটসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আইভাঙ্গী গ্রামের আব্দুল মান্নানের ছেলে আবু হায়াত (৩৭) ও দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার মিতালি গুচ্ছগ্রামের সেকেন্দার আলীর ছেলে আঁখিনূর মিয়া (৩৬)
এ বিষয়ে ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, খবর পেয়ে ঘোড়াঘাট উপজেলার কামদিয়া এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টার সময় দুজনকে ধাওয়া করে ২২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। ওই ট্যাবলেটের মূল্য ৪৪ লাখ টাকা।
এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আজকে তাদের দিনাজপুর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।