পাংশাতে রেলওয়ের যাইগা থেকে ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ,কাজে বাঁধা দেওয়া ১ জনের জেল

- আপডেট সময় : ১১:০২:১৭ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪ ২৪৯ বার পড়া হয়েছে

মোঃ হামজা শেখ রাজবাড়ী জেলা প্রতিনিধি
রাজবাড়ীর পাংশায় রেলের জাইগায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে কতৃপক্ষ। এ সময় অভিযান কাজে বাঁধা দেওয়ায় বিসমিল্লাহ মার্কেটের ম্যানেজার কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার (১১মার্চ) বেলা ১২ টার পর থেকে ২ ঘন্টা ব্যাপি শহরের বারেক মোড়ের রেলগেট এলাকা থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।অভিযানের নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয় পশ্চিমের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান। এ সময় রেলের জায়গায় অবৈধভাবে নির্মিত একই মালিকের ৩৫টি স্থাপনা উচ্ছেদ করা হয়।এছাড়াও ৮ টি প্রতিষ্ঠান কে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উচ্ছেদ করা স্থাপনার মালিক দাবী করে খন্দকার তৈমুর হাসান বিপ্লব বলেন, অবৈধ ভাবে বৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে।উচ্ছেদ অভিযানের আগে আইনি নোটিশ দেওয়ার দরকার ছিল।কোন কিছু ছাড়াই আমার কোটি টাকা সম্পদ ভেঙে দেওয়া হয়েছে। উপর থেকে গোপন ষড়যন্ত্র করে আমার ক্ষতি করা হয়েছে। দীর্ঘ ৬৫/৭০ বছর যাবত সরকারের খাজনা খারিজ দিয়ে এই জমি ভোগদখল করে আসছি।আমাকে তাদের কাগজ দেখতে বলেছিলাম তারা কোন কিছু না দেখিয়ে উপরের নির্দেশ বলে আমার স্থাপনা ভেঙে দিলো!
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান জানান, পাংশার নারায়ণপুর মৌজায় রেলওয়ের জায়গা ছিল ৫০ একরের বেশি। এরমধ্যে ২২ একরের বেশি জমি বেদখল হয়ে গেছে। দখলকারীরা বিভিন্ন সময়ে ব্যক্তি বা সংস্থার নামে রেকর্ড করে দখল করে নিয়েছে।পাংশায় প্রায় ১৫০ টি অবৈধ স্থাপনা রয়েছে। রেলওয়ে জমি উদ্ধারের জন্য রেলওয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে।আজ ৩৫ টি স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। রমজান মাসে আরও এক থেকে দুই বার উচ্ছেদ অভিযান চলবে।
অভিযানের সময় উপস্থিত ছিলেন–পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাসুদুর রহমান রুবেল, পাংশা মডেল থানার ওসি স্বপন কুমার মজুমদার, পাকশী রেলওয়ে ডিভিশনের কর্মকর্তা জিআরপি পুলিশসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন