পীরগাছায় মাটি বহনকারী ট্রলির ধাক্কায় প্রাণ গেল নারীর

- আপডেট সময় : ০৫:৩১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩ ১৬৬ বার পড়া হয়েছে

রংপুরের পীরগাছায় মাটি বহনকারী ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী আরজিনা বেগম (২২) নামে ১জন নারী নিহত হয়েছেন।
আজ (১৩ মে) শনিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মাছুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় নিহতের স্বামী ও চার মাসের সন্তান গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নিহত আরজিনা বেগম উপজেলার কৈকুড়ি ইউনিয়নের মোংলাকুটি গ্রামের রনি মিয়ার স্ত্রী।
পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পীরগাছা থানার উপপরিদর্শক এসআই আনিসুর রহমান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রলি ও চালককে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ জানায়, শনিবার দুপুরে স্ত্রী-সন্তানকে নিয়ে মোটরসাইকেলে উপজেলার ব্রাহ্মণীকুণ্ডায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন রনি মিয়া। মাছুয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি মোটরসাকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্ত্রী আরজিনা বেগম নিহত হয়। দুর্ঘটনায় রনি ও চারমাসের সন্তান আরাফাত গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।