যশোরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে নগর বিএনপি

- আপডেট সময় : ০৯:৪৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে

মোঃ ওবাইদুল হক
স্টাফ রিপোর্টার যশোরঃ
আজ, ২৯ সেপ্টেম্বর ২০২৫, সন্ধ্যার পর সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব পরিদর্শন করেছেন যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ।এই সময় তিনি ২, ৩, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মোট ১০টি পুজা মণ্ডপ পরিদর্শন করেন।এছাড়াও উপস্থিত ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু এবং নগর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
পরিদর্শনের সময় নগর বিএনপির নেতৃবৃন্দ শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানের পুজা মণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ভক্ত-দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিতকরণে নজর দেন।
এছাড়াও অনুষ্ঠানের সুন্দর পরিবেশ বজায় রাখতে পুজা কমিটিগুলোর প্রতি নির্দেশনা প্রদান করেন।উল্লেখ্য, নগর বিএনপির নেতৃবৃন্দ আশ্বাস দেন এবং উৎসাহ প্রদান করেন যাতে এই বছরও সনাতন ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারেন।


























