যশোরের বাঘারপাড়ায় খাজুরাই রমজানকে স্বাগত জানিয়ে মিছিল

- আপডেট সময় : ০৯:০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫ ২২ বার পড়া হয়েছে

মোঃওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর
যশোরের খাজুরায় পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে পবিত্রতা রক্ষা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার জামায়াতে ইসলামী খাজুরা শাখার ব্যানারে এ মিছিল করা হয়। এদিন বিকেলে মিছিলটি খাজুরা বাজার কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশ করে।মিছিলে অংশ নেওয়া কয়েকশ নেতা-কর্মী ও মুসল্লিরা ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবর’, ‘আহলান সাহলান, মাহে রমজান,’ ‘রমজানের পবিত্রতা, রক্ষা করো করতে হবে’,সহ বিভিন্ন শ্লোগান দেয়।
বন্দবিলা ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাক খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন, বাঘারপাড়া উপজেলা জামায়াতের কর্মপরিষদ ও শূরা সদস্য মাওলানা হাফিজুর রহমান। অন্যদের মধ্যে বক্তৃতা করেন, জহুরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আবুল কাশেম, বন্দবিলার সেক্রেটারি হুমায়ুন কবির, ছাত্রশিবির খাজুরা সাংগঠনিক থানা শাখার সভাপতি এবি মুনতাসির ও সেক্রেটারি ফুরকান আলী।