ফেনী-২ আসনের সাবেক এমপি নিজাম হাজারীর স্ত্রীর ৮টি ফ্ল্যাট ভবন জমি ও কোটি জব্দের আদেশ।

- আপডেট সময় : ০৯:৫৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:
ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর স্ত্রীর নুরজাহান বেগমের নামে বিপুল সম্পদ জব্দ।
ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর স্ত্রী নূরজাহান বেগমের ৮টি ফ্ল্যাট, ৫২ বিঘা জমি ও ৪ তলা ভবন জব্দের আদেশ দিয়েছে আদালত।
দুর্নীতি দমন কমিশন “দুদক” আবেদনের পরিপ্রেক্ষিতে ১৭ই ফেব্রুয়ারী সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মোঃ জাকির হোসেন গালিব এ রায়ের আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, ঢাকা ও চট্টগ্রামে থাকা ৮ টি ফ্ল্যাটের দাম ৬ কোটি ৩৭ লাখ টাকা।
এছাড়া খাগড়াছড়িতে তাঁর ১৫ একর, ঢাকা কেরানীগঞ্জে ৬০ শতাংশ, ঢাকা মোহাম্মদপুর সাড়ে ৪৯ শতাংশ, ঢাকা গাজীপুর ১২৭ শতাংশ জমি ও মোহাম্মদপুরে ৪ তলা ভবন রয়েছে। আদালত এগুলো জব্দের আদেশ দিয়েছে।
মেঘনা ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এনসিসি ব্যাংক, এফএসআইবিএল ব্যাংক ও নগদ মিলিয়ে ১৯ কোটি ২৯ লাখ টাকা অবরুদ্ধের আদেশও এসেছে আদালত থেকে।
এর বাইরে স্নিগ্ধা ওয়াটার ট্রান্সপোর্টের ১৫ হাজার শেয়ার, স্নিগ্ধা ওভারসিজে ৮০০ শেয়ার, স্নিগ্ধা ইকুইটিজের ২৫ হাজার শেয়ার ও স্নিগ্ধা ডিজাইনের ৫ হাজার শেয়ার অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে আদালত।
এর আগে গত ১৭ অক্টোবর নিজাম উদ্দিন হাজারী ও তার স্ত্রী নূরজাহান বেগমের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয় আদালত।