বগুড়া আন্তঃজেলা ডাকাত চক্রের মূল হোতাসহ ০৬ জন গ্রেফতার।

- আপডেট সময় : ১২:৪৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ ১৬৬ বার পড়া হয়েছে

মোত্তালিব সরকারঃ বগুড়ার শেরপুর থানার বিশেষ অভিযানে ডাকাত দলের মূল হোতাসহ ০৬ জন ডাকাতকে গ্রেফতার করা হয়। এ সময় ডাকাতি হয়ে যাওয়া একটি পিকআপ ভ্যান এবং দুটি মোবাইল উদ্ধার করা হয়।
বিগত ১৬ই সেপ্টেম্বর ২০২৪ তারিখে, শেরপুর থানায় ১৮৬০ নং পেনাল কোডের ৩৯৪ ধারায় দায়েরকৃত ১৫ নং মামলা সুত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার গোদারবাগ গ্রামের বাসিন্দা মৃত নজরুল প্রাং এর ছেলে মোঃ তোজাম প্রাং তার ছেলে, জামাই চাচাতো ভাই এবং ভাতিজাদের নিয়ে বিগত ১৫ ই সেপ্টেম্বর ২০২৪ তারিখে রাজশাহীর সিটি হাট থেকে ৮ লক্ষ টাকা মূল্যের ৬ টি মহিষ ক্রয় করে, সেই মহিষগুলো নিয়ে বাড়ি ফেরার জন্য রেজিঃ নম্বর সিরাহগঞ্জ ন-১১-০২৩৭ নম্বরে একটি মহেন্দ্র পিকআপ ভাড়া করেন। মহিষ গুলো নিয়ে বাড়ি ফেরার প্রথিমধ্যে রাত আনুমানিক ৯.৩০ মিনিটে, বগুড়া জেলার শেরপুর থানাধীন রানীর হাট রোডের ৫ নং মির্জাপুর ইউনিয়ন অন্তর্গত সুখানগাড়ী গ্রামস্থ মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুলের পাশে পাঁকা রাস্তার উপর পৌছা মাত্র ০৬-০৭ জনের একটি ডাকাত দল রাস্তায় গাছ ফেলে মহিষ বোঝাইকৃত পিকআপ এর পথ আটকিয়ে অস্ত্রের মূখে ভুক্তভোগী তোজাম প্রাং ও তার সঙ্গীয় লোকজনদের ভয়ভীতি দেখাইয়া উক্ত মাহেন্দ্র পিকআপসহ, পিকআপে থাকা ০৬ টি মহিষ এবং তাদের ব্যবহৃত ০৪ টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। সেই মূহুর্তে উক্ত রাস্তায় চলাচলরত লোকজনদের নিকট হইতে নগদ টাকাসহ মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে চলে যায় ডাকাত দল।
পরবর্তীতে ভুক্তভোগীদের সবার পক্ষ থেকে মোঃ তোজাম প্রাং থানায় এসে বাদী হয়ে একটি মামলা দায়ের করে। সেই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ আমিনুল ইসলাম মামলার তদন্তভার গ্রহন করিয়া। তথ্য প্রযুক্তির সহায়তায় মামলাটি তদন্ত করে মামলা রুজুর একদিন পর অর্থাৎ ১৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখ সকাল ১০.৩৫ ঘটিকার সময় বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মোকামতলা ইউপির কাগইল রাস্তার মোড় সংলগ্ন মহাসড়ক হইতে ঘটনা সংশ্লিষ্ঠ মাহেন্দ্র পিকআপ গাড়ীটি উদ্ধার করে এবং সে মামলার সূত্র ধরে শেরপুর থানা পুলিশ ১৪ অক্টোবর ২০২৪ তারিখে জয়পুরহাট ও গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করিয়া ঘটনার সহিত জড়িত আন্তঃজেলা ডাকাত চক্রের মূল হোতা ১। আপেল ইসলাম(২৮), ২। আঃ শহিদ(২২), উভয় পিতা মোঃ বেলাল হোসেন, সাং-আকলাপাড়া, ৩। শ্রী সজল চন্দ্র মালি(২৬), পিতা-শ্রী সুনীল চন্দ্র মালি, সাং-দুধাইল, সর্বথানা-কালাই, জেলা-জয়পুরহাটগনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।
এরপর ১৫ অক্টোবর ২০২৪ তারিখে অভিযান পরিচালনা করিয়া ডাকাতি হয়ে যাওয়া মহিষ কেনা বেচা চক্রের সাথে জড়িত আসামী ১। মোঃ আক্কাস আলী মন্ডল(৪২), পিতা-মোঃ আনছের আলী, ২। সুজাউল ইসলাম(৩৫), পিতা-মোঃ সুলতান মন্ডল, উভয় সাং-চাকলমুয়া, থানা-কালাই, জেলা জয়পুরহাট,৩। বেলাল মুন্সী(৫০), পিতা-মোঃ মকবুল, সাং-ডরিয়া, থানা-শিবগঞ্জ, জেলা-বগুড়াদেরকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।
এ বিষয়ে থানা পুলিশ বলেন মামলার ঘটনায় জড়িত থাকা অন্যান্য আসামী এবং ডাকাতি হয়ে যাওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলমান আছে।