রিমান্ডের দ্বিতীয় দিনে জিজ্ঞাসাবাদে আতিকুর রহমানের স্বীকারোক্তি অনুযায়ী মা-মেয়ে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার

- আপডেট সময় : ০৫:৪৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫ ২৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার রংপুর:
আজ (১১ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সম্প্রতি রংপুরের পীরগঞ্জে মায়ের গলা কাটা মাথা উদ্ধারের পরের দিন মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মাকে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ।
ছুরি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ ফারুক।
তিনি জানান, দেলোয়ারা বেগমকে হত্যার অভিযোগে গ্রেফতার আতিকুর রহমানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
রিমান্ডের ২য় দিনে জিজ্ঞাসাবাদে আতিকুর রহমানের স্বীকারোক্তি অনুযায়ী আজ সকাল সাড়ে ৯টার দিকে করতোয়া নদী থেকে এ ছুরি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়,
হত্যার শিকার দেলোয়ারা বেগম নীলফামারীর জলঢাকা উপজেলার বাসিন্দা ছিলেন এবং তার বিয়ে হয়েছিল গাইবান্ধার গোবিন্দগঞ্জে। বিয়ের কয়েক বছর পর স্বামী-স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি হয়। দেলোয়ারার সঙ্গে বদনাপাড়া গ্রামের আতিকুর রহমানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। সেই সুবাদে তারা গ্রামগঞ্জে গানবাজনা করে বেড়াতেন।
উল্লেখ্য, দেলোয়ারা বেগম হত্যার ঘটনায় পুলিশ আতিকুর রহমানকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। তার দেওয়া তথ্যমতে, উপজেলার করতোয়া নদীর টোংরারদহ থেকে দেলোয়ারা বেগমের খণ্ডিত মাথা মাটি খুঁড়ে উদ্ধার করে থানা পুলিশ। পরবর্তীতে পুনরায় জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আতিকুর রহমানের বাড়ির পেছনে বাগানে পুঁতে রাখা শিশু সায়মার মরদেহ উদ্ধার করা হয়।