বণিক সমিতির নতুন কমিটি ঘোষণা

- আপডেট সময় : ০৫:৪৮:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ৯৩ বার পড়া হয়েছে

মোঃ মনিরুল ইসলাম মনির উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দি
সাধারণ সভা ১৮ফেব্রুয়ারি ২০২৫ইং রোজ:মঙ্গলবার
সময়:৩ঘটিকা স্থান:তোয়া বাজার এখানে উপস্থিত ছিলেন
প্রধান অতিথি জনাব চৌধুরী মুস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার, বালিয়াকান্দি, রাজবাড়ী জনাব জামাল উদ্দিন, অফিসার ইনচার্জ, বারিয়াকান্দি থানা।
জনাব গোলাম শওকত সিরাজ, সভাপতি, বালিয়াকান্দি উপজেলা বিএনপি।
জনাব খো: মশিউল আজম চুন্নু, সাবেক চেয়ারম্যান, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদ।
জনাব মাওঃ আব্দুল হাই জোয়াদ্দার, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বালিয়াকান্দি উপজেলা শাখা, রাজবাড়ী
জনাব মো: আসাদুজ্জামান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, উপজেলা বিএনপি
নাব মো: ওসমান গনি (মানিক), নবনির্বাচিত সভাপতি, বালিয়াকাদি বাজার বণিক সমিতি
নাব মো: আ: রাজ্জাক, নবনির্বাচিত সাধারণ সম্পাদক, বালিয়াকান্দি বাজার বণিক সমিতি
নাব মো: আলমগীর বিশ্বাস (আলম), চেয়ারম্যান, বালিয়াকান্দি উপজেলা সদর ইউনিয়ন পরিষদ, রাজবাড়ী!
এবং আরো উপস্থিত ছিলেন বালিয়াকান্দি বাজার বণিক সমিতির ব্যবসায়ী বৃন্দু…….
কার্যনির্বাহী কমিটির সদস্য বৃন্দের নামের তালিকা ০১নাম গোলাম শওকত সিরাজ উপদেষ্টা,
০২খন্দকার মশিউর আজম চুন্নু উপদেষ্টা,
০৩মাওলানা আব্দুল হাই জোয়াদ্দার,উপদেষ্টা
০৪মো:ওসমান গনি মানিক সভাপতি
০৫খন্দকার মনির আজম মুন্নু সহ-সভাপতি
০৬মো:জিয়াউর রহমান সহ-সভাপতি
০৭মো:খুরশিদ আলম মিয়া সহ-সভাপতি
০৮মো:আব্দুর রাজ্জাক সাধারণ সম্পাদক
০৯মো:ফারুক হোসেন সহ-সাধারণ সম্পাদক
১০মো:শাহজাহান মৃধা সহ-সাধারণ সম্পাদক
১১দিপংকর কুন্ডু (বাপ্পি)সহ সাধারণ সম্পাদক
১২মো:শাহজাহান মিয়া সাংগঠনিক সম্পাদক
১৩মো জাকির হোসেন মিয়া কোষাধ্যখ
১৪প্রনয় লাহিড়ী দফতর সম্পাদক
১৫মো:নজরুল ইসলাম প্রচার সম্পাদক
১৬মো:মফিজুর রহমান ক্রিয়া সম্পাদক
১৭মো:সোহেল মন্ডল সদস্য
১৮মো:আব্দুল কুদ্দুস হিরুন সদস্য
১৯মো:শওকত মোল্লা সদস্য
২০মো:মুসা শেখ সদস্য
২১মো:সালাউদ্দিন সদস্য
২২মো:আনিছুর রহমান সদস্য
২৩মো:আবুল কাশেম সদস্য