নরসিংদীতে টেক্সটাইল মিলের গোডাউনে আগুন

- আপডেট সময় : ১১:১৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে

মো.এমরুল ইসলাম, নরসিংদী জেলা প্রতিনিধিঃ
নরসিংদী সদরের মরিয়ম টেক্সটাইল মিলের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাদিউল ইসলাম শুভ।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে হঠাৎ গোডাউনে ধোয়া এবং আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন তারা। ফায়ার সার্ভিস আসার আগ মুহুর্তে স্থানীয়রা আগুন নিভাতে অনেক চেষ্টা করেন। তবে কিছুতেই আগুন নেভানো সম্ভব হয়নি। পরে একে একে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘসময় প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে প্রায় ৪ লাখ গজের অধিক গজকাপড় পুড়ে ছাই হয়েছে। পুড়ে ছাই হয়ে যাওয়া কাপড়ে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা।
মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাদিউল ইসলাম শুভ জানান, দুপুর ১টা ৪০ মিনিটে আমরা আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। পরে সেখানে আগুনের তীব্রতা দেখে ফায়ার সার্ভিসের আরও ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আমাদের সহযোগিতা করে। এতে ২টা ৫০ মিনিটে আমরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা সম্ভব হয়নি।