রূপগঞ্জে জামায়াতের বিক্ষোভ জুলাই সনদের বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি

- আপডেট সময় : ০৭:০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গাউছিয়া মার্কেটে আয়োজিত এ সমাবেশে বক্তারা জুলাই সনদকে আইনি স্বীকৃতি প্রদান এবং প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানান।
প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান বলেন,
জুলাই বিপ্লবের শিক্ষা হলো ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠন। জনগণের রায় প্রতিষ্ঠায় জুলাই সনদকে আইনি স্বীকৃতি দিতে হবে। দিনের ভোট রাতে করা ও ডামি নির্বাচনের দিন শেষ হয়ে গেছে। এখন প্রয়োজন গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা।
তিনি আরও বলেন, বিগত ফ্যাসিবাদী শাসনামলে গুম, খুন ও নির্যাতনের বিচার আজও হয়নি। ছাত্র-যুবক-শ্রমিকসহ সাধারণ মানুষের আন্দোলনের প্রেরণা বাস্তবায়নের জন্য জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়া অপরিহার্য।
সমাবেশে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উত্তর উপজেলা আমীর মাহফুজুল ইসলাম আবদুল মজিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী খান, এডভোকেট ইসরাফিল হোসাইন, মাওলানা ফারুক আহমাদ, মোহাম্মদ হানিফ ভূঁইয়া, খাইরুল ইসলাম ও আনিসুর রহমান।
আনোয়ার হোসেন মোল্লা বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় অভাব হলো সৎ ও যোগ্য নেতৃত্ব। সততা, আন্তরিকতা, দেশপ্রেম ও আল্লাহর কাছে জবাবদিহির ভয় যদি রাজনৈতিক নেতাদের মধ্যে জন্মায়, তবে দেশকে শক্ত ভিতের ওপর দাঁড় করানো সম্ভব।
সভাপতির বক্তব্যে মাহফুজুল ইসলাম আবদুল মজিদ বলেন, পি.আর. পদ্ধতিতে নির্বাচন হলে কালো টাকা, কেন্দ্র দখল ও জালিয়াতি কমে আসবে। গণতান্ত্রিক শাসন ও জনগণের রায় নিশ্চিত করতে এই পদ্ধতি চালু করা জরুরি।


























