শেরপুর অবৈধ মাটি কাটার দায়ে নিয়মিত মামলা।

- আপডেট সময় : ১১:০২:০৭ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫ ২৬৫ বার পড়া হয়েছে

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাকোরখোলা গ্রামে অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে এই মামলা দায়ের করা হয়।
১১ই ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার রাতে, শেরপুর থানা পুলিশের একটি দল সঙ্গে নিয়ে উপজেলা ভূমি কর্মকর্তা এস এম রেজাউল করিম, মাটি দস্যদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনার উপস্থিতি টের পেয়ে মাটি দস্যুরা পালিয়ে যায়। এ সময় ওখানে থাকা, মাটি কাটার কাজে ব্যবহৃত এস্কভেটর সহ দুটি ব্যাটারি জব্দ করা হয়।
জানা যায়, রাজবাড়ি গ্রামের মো. হাফিজার রহমান, অবৈধভাবে ফসলি জমিতে ২৫ ফুট গভীরতা করে মাটি খননের কাজ পরিচালনা করছিলেন। ভূমি কর্মকর্তা অবৈধ মাটি কাটার সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করেন এবং নিয়মিত মামলা দায়ের করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম বলেন, “অবৈধভাবে মাটি কাটার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম রোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে