নরসিংদীতে”অপারেশন ডেভিড হান্ট”এর অভিযানে গ্রেফতার-১৮

- আপডেট সময় : ১১:১৭:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫ ২৮ বার পড়া হয়েছে

মো. এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদীঃ
নরসিংদী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে”অপারেশন ডেভিল হান্ট”এবং মাদক উদ্ধারে নরসিংদী জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
নরসিংদী জেলা পুলিশ সূত্রে জানা যায়,গত ২৪ ঘন্টায় নরসিংদী জেলার বিভিন্ন থানায়”অপারেশন ডেভিল হান্ট” অভিযান পরিচালনা করে ১৮ জনকে গ্রেফতার এবং উদ্ধারজনিত ও নিয়মিত মামলায় ২৮ জনসহ সর্বমোট ৪৬জনকে গ্রেফতার করা হয়।
এ ছাড়াও জেলা পুলিশের মাদক উদ্ধার অভিযানে জেলা গোয়েন্দা শাখা কর্তৃক রায়পুরা থানাধীন হাসনাবাদ এলাকা হতে ০৩ কেজি গাজা ও গাজা বিক্রির নগদ ৪৬০০/- টাকাসহ ২জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার হাসনা বাজার এলাকার মৃত-দেলোয়ার মোল্লার ছেলে মোঃ রবীন মোল্লা এবং নয়াহাটি হাসনাবাদ বাজার এলাকার হাসান ভূঁইয়া ছেলে মোঃ আল আমিন ভূইয়া।
পলাশ থানা পুলিশ কর্তৃক নোয়াকান্দা খালপাড় ব্রীজ হতে ১১৪ পিস ইয়াবাসহ পলাশ উপজেলার দড়িরচর এলাকার সেলিম এর ছেলে ইয়াসিন সরকার নাছির নামে ১ জন এবং মনোহরদী থানা পুলিশ কর্তৃক ২০ পিস ইয়াবাসহ ১জনকে গ্রেফতার করে।