জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের ১৪ জুলাই ৫ম মৃত্যুবার্ষিকী

- আপডেট সময় : ০৭:৫১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪ ৮৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার রংপুর।
আগামী (১৪ জুলাই) রবিবার জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, নয় বছরের সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর ৫ম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আগামী (৬ জুলাই) শনিবার বিকেল ৪টায় রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ জাতীয় পার্টির প্রধান কার্যালয়ে যৌথ এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে।
উক্ত প্রস্তুতিমূলক সভায় জাতীয় পার্টি রংপুর জেলার সকল উপজেলা, ইউনিয়ন, রংপুর মহানগরীর সকল ওয়ার্ড ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীকে যথাসময় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহবান জানিয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর মহানগর সভাপতি এবং রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস.এম ইয়াসীর, জাতীয় পার্টি রংপুর জেলার আহবায়ক মোঃ আলাউদ্দিন মিয়া, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার সদস্য সচিব হাজ্বী আব্দুর রাজ্জাক।
উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ জুলাই ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ।