নরসিংদীতে স্ত্রীর শাবলের আঘাতে স্বামীর নিহত

- আপডেট সময় : ০৯:২৯:৩১ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে

মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী
নরসিংদীর রায়পুরায় স্ত্রীর শাবলের আঘাতে স্বামী নিহত হয়েছে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রায়পুরা পৌর শহরের মহিষমারায় পারিবারিক কলহের জেরে স্ত্রী পাপিয়া সুলতানার শাবলের আঘাতে স্বামী আবুল কাশেম (৫০) নিহত হন। জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রীকে আটক করা হয়েছে। নিহত আবুল কাশেম উপজেলার পৌর শহরের মহিষমারা এলাকার মৃত আব্দুল বারেক মিয়ার ছেলে। তিনি শ্রীরামপুর বাজারে সারের ব্যবসা করতেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহতের ভাই ও স্থানীয়রা প্রথমে জানতে পারেন যে আবুল কাশেম স্ট্রোক করে মারা গেছেন। তবে বাড়িতে গিয়ে মরদেহ দেখে মাথায় হাত রাখলে আঘাতের চিহ্ন দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল রহমান জানান, রায়পুরা পৌর এলাকায় স্ত্রীর শাবলের আঘাতে স্বামী নিহত হয়েছেন। দুপুরে ঘটনাটি ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী পাপিয়াকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।