জামালপুরে ইউপি চেয়ারম্যানসহ বিএনপির ৪৬ নেতাকর্মী আটক

- আপডেট সময় : ০৬:০১:০১ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩ ১৪১ বার পড়া হয়েছে

মোঃ কবির হোসেন, জামালপুর জেলা প্রতিনিধিঃ
জামালপুরে বিএনপির ৪৬ নেতাকর্মী আটক হয়েছেন। এদের মধ্যে সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়াও রয়েছেন। বিভিন্ন মামলার এজাহারভুক্ত, তদন্তে প্রাপ্ত এবং নাশকতা পরিকল্পনার অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।রবিবার (২৯ অক্টোবর) বিএনপির ডাকা হরতাল চলাকালে এবং পূর্বের মামলায় এসব নেতাকর্মীকে জেলার বিভিন্ন স্থান থেকে আটক করা হয়।সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, আটককৃতরা বিভিন্ন মামলার এজাহারভুক্ত ও তদন্তে প্রাপ্ত আসামি। এছাড়া তাদের বিরুদ্ধে নাশকতা পরিকল্পনার অভিযোগও রয়েছে।জেলার ৭ উপজেলার মধ্যে সদর উপজেলায় ১৫ জন, বকশীগঞ্জে ৭ জন, দেওয়ানগঞ্জে ২ জন, ইসলামপুরে ৭ জন, মেলান্দহে ৩ জন মাদারগঞ্জে ২ জন ও সরিষাবাড়িতে ১০ জন নেতাকর্মী আটক হয়েছেন। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) এই তথ্য জানান।