২৮ অক্টোবর বিএনপি মহাসমাবেশকে কেন্দ্র করে সিরাজগঞ্জে আলোচনা সভা

- আপডেট সময় : ০৯:৫৬:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩ ৭৭ বার পড়া হয়েছে

মারুফ সরকার, স্টাফ রিপোর্টারঃ আজ বিকেলে ইবি রোডস্থ দলীয় কার্যালয়ে সলংগা থানা বিএনপি ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সাথে ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে ঐক্যবদ্ধ ভাবে সফল করতে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা ও পরিচালনা করেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট।
বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি শ্রী অমর কৃষ্ণ দাস, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, আলমগীর আলম, তথ্য ও গবেষনা বিষয়ক সহ-সম্পাদক সাংবাদিক এম দুলাল উদ্দিন আহমেদ, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস প্রমুখ।
এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, সলংগা থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমান সরকার, সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রঞ্জুসহ সলংগা থানা বিএনপি ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।