সরকারে থেকে দল গঠনের কৌশল মেনে নেওয়া হবে না – মির্জা ফখরুল

- আপডেট সময় : ১০:৫৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে

মোঃমকবুলার রহমান স্টাফ রিপোর্টার নীলফামারী
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট ভাষায় বলেছেন, সরকারে থেকে দল গুছানোর কৌশল কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
তিনি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের সাম্প্রতিক এক বক্তব্যের কঠোর সমালোচনা করে বলেন, “তিনি বলেছেন, ফ্যাসিস্টদের লোকেরা যদি ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নিতে চায়, তবে তা সম্ভব। এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে, তারা নিজেদের স্বার্থেই ফ্যাসিস্টদের জন্য জায়গা তৈরি করতে চাইছে।”
তিনি আরও বলেন, “এটি অত্যন্ত বিপজ্জনক। তাহলে কি আমরা ধরে নেব যে, সরকারে থেকে বিভিন্ন কৌশলে দল গুছানোর চেষ্টা চলছে? যদি তা-ই হয়, তবে আমরা সেটি কোনোভাবেই হতে দেব না, দেশের মানুষও তা মেনে নেবে না।”
বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মির্জা ফখরুল আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত কিছু কাজ শেষ করে নির্বাচনমুখী হতে চাইছে। কিন্তু এর মধ্যে এমন কিছু পদক্ষেপ ও ইঙ্গিত দেখা যাচ্ছে, যা জনমনে সন্দেহের সৃষ্টি করেছে।
তিনি জোর দিয়ে বলেন, “নতুন রাজনৈতিক দল গঠনে আমাদের কোনো আপত্তি নেই। বরং আমরা স্বাগত জানাই। কিন্তু সরকারে বসে দল গঠন করলে, সেটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”
সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “যদি এই অনৈতিক কৌশলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হয়, তবে সরকারের প্রতি জনগণের আস্থা আরও দুর্বল হয়ে পড়বে।”
তিনি আরও বলেন, “আমি আগেই বলেছিলাম, অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষতা হারায়, তবে আরও একটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। আজ তা বাস্তবে প্রমাণিত।”
১/১১ প্রসঙ্গ উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন, “যদি কেউ আবার সেই পথ ধরতে চায়, গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসন বা ফ্যাসিস্ট শাসনের দিকে যেতে চায়, তবে দেশের জনগণ তা কোনোভাবেই মেনে নেবে না।”
প্রসঙ্গত, মঙ্গলবার ঢাকায় এক অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “যারা অতীতে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু কোনো অন্যায় বা অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না, তারা ক্ষমা চেয়ে মূলধারায় ফিরতে পারেন এবং নির্বাচনে অংশ নিতে পারবেন।”