বিএনপি জনগণের রাজনীতি করে:-আঃকাদির ভূঁইয়া জুয়েল

- আপডেট সময় : ০৯:১১:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ১১০ বার পড়া হয়েছে

মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী
দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর একজন কর্মী হিসেবে বলতে চাই,আমরা কিন্তু জনগণের রাজনীতি করি কারণ জনগণেই সকল ক্ষমতার উৎস বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক,নরসিংদী-৪(মনোহরদী-বেলাব)আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।
রবিবার(১৬ ফেব্রুয়ারী)বিকালে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্পর্কে জন সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষে বীরগাঁও গ্রামে অনুষ্ঠিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন,অনেক দল আছে তাদের ভোটের বাক্স কিন্তু ফাঁকা থাকে,তারা কিন্তু নেতৃত্ব দিতে পারে না। আল্লাহর মেহেরবানি,আল্লাহর রহমত আর জনগণের ভালোবাসায় বিএনপির নাম শুনলেই এদেশের জনগণ,আবাল বৃদ্ধা-বনিতা সবাই বেরিয়ে আসে,দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মানুষ ভালোবাসে,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মানুষ ভালোবেসেছে এবং ভবিষ্যত প্রজন্মের প্রধানমন্ত্রী তারেক রহমান এর প্রতি প্রচন্ড ভালোবাসা বাংলাদেশের মানুষের। তার কারণ ও আছে এই জিয়া পরিবার বারবার মানুষের পাশে দাঁড়িয়েছে। ৭১ এর মুক্তিযোদ্ধ,৭৫ এর সিপাহি বিপ্লব,৯০ এর গণতান্ত্রিক আন্দোলনের গণ অভ্যূত্থান এবং ২৪ শে স্বৈরাচার পতন আন্দোলন সবগুলোতেই জিয়া পরিবারের অবদান রয়েছে। এ ছাড়াও তিনি বিএনপি সরকারে থাকাকালীন সময়ে এইচএসসি পর্যন্ত উপবৃত্তি প্রদান,বিভিন্ন ভাতাসহ নানা উন্নয়ন ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর শাসন আমলের নানা উন্নয়নের কথা তুলে ধরেন এবং ভবিষ্যতে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে তাদের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।
কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী আনোয়ার হোসেন খসরু এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র ডাক্তার আঃখালেক,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও হাতিরদিয়া কলেজের সাবেক ভিপি বাসেদ মোল্লা ভুট্টো,উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও মনোহরদী কলেজের সাবেক ভিপি মাহমুদুল হক,উপজেলা যুব দলের আহ্বায়ক নাদিম মাহমুদ বায়েজিদ,নরসিংদী জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাম্মির রহমান টিপু,উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র আহ্বায়ক শাফি উদ্দীন আকন্দ করুন,খিদিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক নূরুল হক সরকার,কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহতাব উদ্দীন মাতু,কৃষ্ণপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি মো.আক্রাম হোসেন,খিদিরপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো.শাহিন মিয়া,খিদিরপুর ইউনিয়নের ছাত্রদল নেতা আবদুল্লাহ্ আল-মামুন টিটু প্রমূখ।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।