মনোহরদীতে ব্যবসায়ীর বিবস্ত্র মরদেহ উদ্ধার

- আপডেট সময় : ০৪:৫০:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫ ১০২ বার পড়া হয়েছে

মো. এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী:
নরসিংদীর মনোহরদীতে রাসেল মিয়া (৩৫) নামে এক মুঠোফোন ব্যবসায়ীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়েছে। রাসেল উপজেলার খিদিরপুর ইউনিয়নের বীর আহম্মদপুর গ্রামের মৃত মাইনুদ্দিনের ছেলে। তিনি চালাকচর বাজারের মোবাইল ব্যবসায়ী ছিলেন। রবিবার(১৬ ফেব্রুয়ারী) সকালে পার্শ্ববর্তী মফিজ মুহুরীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রাত থেকেই মফিজ মুহুরীর মেয়ে রিতা এবং তার স্বামী ট্রাকচালক মাসুম মিয়া পলাতক রয়েছেন।
পুলিশ জানায়, মফিজ মুহুরীর বাড়ির পেছনে রাসেলের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ধারণা করা হচ্ছে,শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে।
রাসেলের স্ত্রী রোজিনা আক্তার জানান, গতকাল সন্ধ্যার দিকে তিনি বাড়ি থেকে বের হন। ১০টার দিকে মুঠোফোনে কথা হয়েছে। এর পর থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। রাত ১২টা পেরিয়ে গেলেও তিনি বাড়িতে না আসায় কয়েক জায়গায় খোঁজ করা হয়।
সকাল ৭টার দিকে প্রতিবেশী মফিজ মুহুরীর বাড়ির পেছনে বিবস্ত্র মরদেহ পড়ে থাকতে দেখে পাশের বাড়ির লোকজন আমাকে খবর দেয়। ‘আমার সন্দেহ হচ্ছে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তবে কী কারণে আমার স্বামীকে তারা হত্যা করল বুঝতে পারছি না। আমাদের সঙ্গে কারো শত্রুতা নেই।’
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জব্বার বলেন,মরদেহ উদ্ধার করা হয়েছে।ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পরকীয়া প্রেমের সুত্র ধরে এ হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।