কক্সবাজার খুরুশকুলে ১নং ওয়ার্ডে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে জমিন দখলের অভিযোগ উঠেছে।

- আপডেট সময় : ০৬:২৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ২৬ বার পড়া হয়েছে

জাওয়ান উদ্দিন কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
আনুমানিক সকাল দশটায় ১৫/০২/২৫ ইংরেজি পেতনা বাপের পাড়া ও ইউসুফ ফকির পাড়ার মাঝামাঝি জায়গায় এ ঘটনা ঘটে।
বোরো ধান রোপণের জন্য জমিনে কাজ করতে গেলে নাছির উদ্দিন, রশিদ মিয়া মোঃ ফিরোজসহ অনেকের ওপর আক্রমণ করে।
ভুক্তভোগীরা জানায় এরা ঐ ওয়ার্ডের চিহ্নিত আওয়ামী ক্যাডার।যারা বিগত ছাত্রআন্দোলনের সময় অস্ত্রসহ কমলের সাথে শহরের বিভিন্ন জায়গায় মহড়া দেয়। এই আওয়ামী ধূসরা পূর্বের স্থানীয় নির্বাচনের মধ্যে রাতে ভোট চুরির অভিযোগ সহ ইয়াবা কারবারি বিভিন্ন অপকর্ম সাথে জড়িত এই আওয়ামী ধূসরা। দীর্ঘদিন ধরে পৈতৃক সূত্রে ভোগ করে আসা ছৈয়দ কাজী,ফিরোজ গংয়ের জমি দখলে নেওয়ার চেষ্টা রবিউল,খুরশেদ ও মিজান বাহিনী। তারা রাতের আঁধারে, অবৈধভাবে পাহাড়কাটা মাটি দিয়ে ধান চাষের ফসলী জমি ভরাট করার চেষ্টা চালায়। এতে জমির প্রকৃত মালিক সকালে জমিতে কাজ করতে গেলে সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীরা তাদের ওপর হামলা শুরু করে। এতে এখলাস,ছৈয়দ কাজীসহ অনেকে আহত
বিষয় :বাদীগণের পক্ষে দেওয়ানী কার্যবিধি আইনে আদেশ ১/২ রুল ও১৫১ ধারা মতে ২৬-৩১ নং বিবাদীগনের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন দায়ের করা আছে
এবং এই বিষয়ে কোর্টে মামলা প্রক্রিয়া চলমান রয়েছে।( মামলা নং ১৩৬৫)