যুক্তরাজ্যে চিকিৎসাধীন খালেদা জিয়া: ঈদের পর দেশে ফেরার সম্ভাবনা

- আপডেট সময় : ০৬:৫২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫ ৬৮ বার পড়া হয়েছে

মোঃমকবুলার রহমান স্টাফ রিপোর্টার, নীলফামারী
বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে আগের তুলনায় অনেকটা সুস্থ এবং মানসিকভাবেও প্রশান্তি অনুভব করছেন। যুক্তরাজ্যে তার পরিবারের সান্নিধ্যে থেকে তিনি বেশ স্বাচ্ছন্দ্যে দিন কাটাচ্ছেন। পবিত্র ঈদুল ফিতরের পরপরই তার দেশে ফেরার সম্ভাবনার কথা জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এম এ মালেক।
বুধবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে বাংলাদেশি সাংবাদিকদের সাথে আলাপকালে এম এ মালেক বলেন, “আলহামদুলিল্লাহ, আমাদের নেত্রী অনেক ভালো আছেন। দেশবাসীর দোয়ায় আগের চেয়ে তিনি সুস্থ। বড় ছেলে তারেক রহমান, পুত্রবধূ ডা. জুবাইদা রহমান এবং তাদের সন্তানদের সান্নিধ্যে থেকে তিনি দারুণ সময় কাটাচ্ছেন।”
এম এ মালেক আরও বলেন, “আমরা যুক্তরাজ্য বিএনপি নেতৃবৃন্দ সবসময় উনার পাশে আছি। আমরা তাকে অনুরোধ করেছি, অন্তত এই ঈদটা আমাদের সঙ্গে উদযাপন করতে। তবে আমরা আশাবাদী, ঈদের পরপরই তিনি দেশে ফিরবেন।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর ভাষায় অভিযোগ তুলেন এম এ মালেক। তিনি বলেন, “শেখ হাসিনা খালেদা জিয়াকে স্লো পয়জনিং দিয়ে হত্যার চেষ্টা করেছিলেন। কিন্তু আল্লাহর অশেষ রহমতে সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। আল্লাহ সর্বশক্তিমান এবং তার পরিকল্পনায় শেখ হাসিনার ষড়যন্ত্র ধুলিসাৎ হয়েছে, আর বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠছেন।”
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের নেত্রীর সাথে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও উল্লেখ করেন এম এ মালেক। তিনি বলেন, “রাজনীতিতে খালেদা জিয়ার অভিজ্ঞতা এবং সোর্স অনেক বিস্তৃত। তিনি নিজেই দেশের পরিস্থিতি সম্পর্কে সবসময় ওয়াকিবহাল থাকেন। আমরা তার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি।”
বেগম খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে বিএনপি ও তার সমর্থকদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। দেশবাসীও অপেক্ষায় আছে তাদের ‘মাদার অব ডেমোক্রেসি’র স্বদেশ প্রত্যাবর্তনের জন্য।