সচিবালয়ের সামনে চাকরিচ্যুত পুলিশ ও পুলিশ বাহিনী সদস্যদের সাথে সংঘর্ষ।

- আপডেট সময় : ০৬:৪৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫ ৬০ বার পড়া হয়েছে

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:
সচিবালয়ের সামনে পুনর্বহালের দাবিতে আন্দোলন করতে যাওয়া চাকরিচ্যুত পুলিশ সদস্যদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করেছে পুলিশ।
১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ের সামনে সংঘর্ষ ঘটনা ঘটে।
ঘটনার আগে দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাওয়া হয় চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। সচিবালয়ের সামনে পৌঁছানোর আগে দুই জায়গায় ব্যারিকেড দিয়ে বাঁধা দেয় পুলিশ। তাঁরা পুলিশের বাঁধা অতিক্রম করে সচিবালয়ের সামনে গিয়ে অবস্থান করেন। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের সচিবালয়ের সামনে থেকে সরে যেতে বলেন। কিন্তু তাঁরা সরতে রাজি না হলে বিতর্ক সৃষ্টি বাঁধে। একপর্যায়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে।
আন্দোলনকারী মিজানুর রহমান বলেন, আমরা শান্তিপূর্ণ অবস্থান করছিলাম চাকরি ফিরে পাওয়ার জন্য। ১০ জনকে মারাত্মকভাবে জখম করা হয়েছে। কয়েকজনকে গ্রেপ্তার করেছেন, আমরা এ হামলার সুষ্ঠু সমাধান চাই।
ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ পরিদর্শক কায়সার বলেন, বিগত সরকারের সময় চাকরি হারানো পুলিশের বেশকিছু কনস্টেবল তাদের চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের গেটের সামনে এসেছিল। তাদের সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তাঁরা না গিয়ে আন্দোলন করছে।
শাহবাগ থান ইন্সপেক্টর অপারেশন মোঃ দেলোয়ার হোসেন সাংবাদিকদের জানান, কোনো আহতের বিষয় জানি না। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা আছেন, তাঁরা সেখানে দায়িত্ব পালন করছেন। আটকের বিষয় পরে জানানো হবে।