সংবাদ শিরোনাম :
ক্রিস্টাল মেথ আইস ২০ গ্রাম নিয়ে ০১ জনকে আটক করে ফেনী জেলা গোয়েন্দা পুলিশ “ডিবি”।

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:
- আপডেট সময় : ০৬:৩৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫ ৮০ বার পড়া হয়েছে

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:
জেলা গোয়েন্দা পুলিশ “ডিবি” এর এসআই মোঃ নূর সোলাইমান এর নেতৃত্বে এসআই মোঃ সাঈদ নূর,এএসআই, সারোয়ার আলম হ্নদয়, এএসআই- সঞ্জয় কুমার নাথ ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ১৩/০২/২০২৫ ইং রোজ বৃহস্পতিবার সকাল ০৮ঃ৩০ দিকে ফেনী মডেল থানার অধিনে ফাজিলপুর ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ঢাকা মুখি লেনে অভিযান পরিচালনা করে,
মোঃ শফিকুল ইসলাম(৩৬), পিতা- মৃত মোঃ আমির চান, সাং: তেলিকান্দা, থানা: শিবপুর, জেলা: নরসিংদী,
ভাসমান ঠিকানা- জিগাতলা ১২০৯,ধানমন্ডি, ঢাকাকে গ্রেফতার পূর্বক তার কাছ হতে ক্রিস্টাল মেথ আইস ২০ গ্রাম উদ্ধার করা হয়। যার বাজার মূল্য- ২ লক্ষ টাকা।
এই সংক্রান্তে ফেনী মডেল থানায় মামলা দায়ের করা হয়।