সাতক্ষীরা’র ঝাউডাঙ্গা বাজার কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৬:০৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ বার পড়া হয়েছে

মোঃ আরিফ হোসেন রনি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াত কর্তৃক নব-নির্বাচিত ঝাউডাঙ্গা বাজার কমিটির সকল সদস্যদের নিয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে সাতক্ষীরা সদর উপজেলার ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন আমীর মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের এমপি প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা শাহাদাত হোসাইন, অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, সদর উপজেলা আমির মোশারফ হোসেন, সদর উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, উপাধ্যাক্ষ মাওঃ আব্দুল মজিদ, মাস্টার আব্দুল ওহাব, আব্দুল হান্নান প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন নূরুল বাশার।