শবে বরাত: পবিত্রতার আলোয় এক মহিমান্বিত রজনী

- আপডেট সময় : ০৫:৫৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে

মোঃমকবুলার রহমান স্টাফ রিপোর্টার নীলফামারী
পবিত্র শবে বরাতের স্নিগ্ধ বার্তায় সজ্জিত হলো আকাশ। রমজানের আগমনী ধ্বনি বয়ে নিয়ে এলো শাবান মাসের চৌদ্দ তারিখের এই মহিমান্বিত রাত। ফার্সি শব্দ ‘শবে বরাত’-এর অর্থ ভাগ্যরজনী। ইসলাম ধর্মাবলম্বীদের বিশ্বাস, এই রাতে নির্ধারিত হয় মানুষের আগামী এক বছরের ভাগ্য, হায়াত ও রিজিক। পাপ মোচনের অপার সুযোগ এনে দেয় এই রজনী।
ইবাদত-বন্দেগির মাধ্যমে রাতটি অতিবাহিত করেন ধর্মপ্রাণ মুসলমানরা। জিকির-আসকার, নফল নামাজ এবং পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন তারা। মৃত স্বজনদের জন্য দোয়া করতে কবরস্থান জিয়ারতে ভিড় করেন অসংখ্য মানুষ।
শবে বরাত উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বাণী দিয়েছেন। তারা শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য দেশবাসীকে একাত্মতার আহ্বান জানিয়েছেন।
শবে বরাত রমজানের প্রস্তুতিরও বার্তা নিয়ে আসে। অনেকেই এ দিন নফল রোজা রাখেন। ইফতার আয়োজনের অংশ হিসেবে প্রতিবেশীদের মধ্যে হালুয়া-রুটি বিতরণ চলে উৎসবমুখর পরিবেশে। বিশেষত পুরান ঢাকায় ঐতিহ্যবাহী রুটি-মাংস বিতরণের ধুম পড়ে। যুবকরা দলবেঁধে বিভিন্ন মসজিদে রাতভর নামাজ ও জিকিরে মশগুল থাকেন।
এ উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজন করা হয়েছে বিশেষ ওয়াজ ও দোয়া মাহফিল। শুক্রবার মাগরিব থেকে ফজর পর্যন্ত চলবে এই আয়োজন। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ওয়াজ করবেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।
শবে বরাতের পবিত্রতা রক্ষায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আতশবাজি, পটকা ও বিস্ফোরক দ্রব্য বহন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে।
শনিবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে শবে বরাতের মর্যাদা রক্ষায়। সংবাদপত্র প্রকাশিত হবে না, তবে আজকের পত্রিকাগুলোতে প্রকাশিত হয়েছে বিশেষ নিবন্ধ। সরকারি ও বেসরকারি টিভি এবং রেডিও চ্যানেলগুলোতেও প্রচারিত হবে শবে বরাতের তাৎপর্য নিয়ে বিশেষ অনুষ্ঠানমালা।
শবে বরাত শুধুমাত্র একটি রাত নয়, এটি আত্মশুদ্ধির আহ্বান। এটি পাপ থেকে মুক্তি ও আল্লাহর করুণা লাভের অপার সুযোগ। আসুন, আমরা সবাই এই পবিত্র রাতে ইবাদতে নিমগ্ন হয়ে দেশ, জাতি এবং সমগ্র মানবতার কল্যাণ কামনা করি।