শেরপুর মাটি কাটা দমনে চলছে মামলা ও জরিমানা।

- আপডেট সময় : ১০:৪৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ২৬৮ বার পড়া হয়েছে

বগুড়া শেরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ফসলি জমি নষ্ট করে মাটি কাটার মহোৎসব শুরু করেছে মাটি দস্যুরা। আইনের তয়াক্কা না করে, মাটি দস্যুরা যে আগ্রাসন তৈরি করেছে তা গুড়িয়ে দিতে সোচ্চার হয়ে দাঁড়িয়েছে, শেরপুর সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা এস এম রেজাউল করিম।
শেরপুর থানা পুলিশ সঙ্গে নিয়ে, ভূমি কর্মকর্তা অবৈধ মাটিকাটা দমন করতে অভিযান পরিচালনা করে,একের-পর-এক,গুড়িয়ে দিচ্ছে মাটি দস্যদের আগ্রাসন।
এরই ধারাবাহিকতায়, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বিকাল ৪ ঘটিকায় ভবানীপুর ইউনিয়নের ছোনকা গ্রামের দক্ষিণ পাড়ায়, ফসলি জমি নষ্ট করে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে এবং রাস্তা ক্ষতি সাধনের অপরাধে, ভূমি কর্মকর্তা এস এম রেজাউল করিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভূমি দস্যুদের বিরুদ্ধে নিয়মিত মামলা সহ ১ লক্ষ্য টাকা জরিমানা করে।
জানা যায়, ছোনকা গ্রামের মৃত ছোবের আলীর ছেলে নুর আলম তার ফসলে জমির মাটি কাটার জন্য, একই গ্রামের মাটি দস্যু মোঃ আসুর ছেলে খোইবার এবং মোঃ মোজাফফরের ছেলে রুবেলের নিকট মাটি বিক্রি করে দেয়। মাটি দস্যুরা মাটি ক্রয় করে অবৈধভাবে মাটি খনন করে রাস্তার ক্ষতি সাধন করে আচ্ছিল। ভূমি কর্মকর্তা অবৈধ মাটি কাটার সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে জরিমানা সহ নিয়মিত মামলা দায়ের করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম বলেন, “অবৈধভাবে মাটি কাটার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম রোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।