সত্যের মুখোমুখি হয়েও ফ্যাসিবাদী শক্তির অস্বীকার: আসিফ মাহমুদ

- আপডেট সময় : ০৮:৫৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ৮৯ বার পড়া হয়েছে

মোঃমকবুলার রহমান স্টাফ রিপোর্টার নীলফামারী
“আমি শুধুমাত্র রুমের ভেতরেই চোখ খুলেছিলাম,”—আসিফ মাহমুদের কণ্ঠে বয়ে আসা সেই অভিজ্ঞতা যেন এক ভয়ার্ত প্রতিধ্বনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তারুণ্যের উৎসবের সমাপনী মঞ্চে দাঁড়িয়ে তিনি যে বাস্তবতার ছবি এঁকেছিলেন, তা যেন একটি পুরো অধ্যায় হয়ে উঠলো আমাদের জাতীয় স্মৃতিতে।
‘আয়নাঘর’—একটি নাম, একটি প্রতীক, একটি ভয়াবহ স্মৃতি। সেই গোপন বন্দিশালা যেখানে সত্য চাপা পড়েছে নির্যাতনের আর্তনাদে। বুধবারের সেই পরিদর্শন শেষে আসিফ মাহমুদ যখন বললেন, “ফ্যাসিবাদী শক্তির এই অস্বীকারে কোনো লাভ নেই,” তখন তা এক অমোঘ সতর্কবাণী হয়ে ধ্বনিত হলো।
জুলাই অভ্যুত্থানে যে গণহত্যার নির্মম অধ্যায় রচিত হয়েছিল, তা ইতোমধ্যেই আন্তর্জাতিক নথিতে স্থান করে নিয়েছে। আসিফ মাহমুদ দৃঢ়ভাবে জানালেন, ‘আয়নাঘর’-এর অন্ধকার অধ্যায়ও সেই বিশ্বদরবারে স্বচ্ছ আয়নার মতো প্রতিফলিত হবে। ফ্যাসিবাদের যে মুখোশ এতদিন ছদ্মবেশে ছিল, তা ইতিহাসের দর্পণে চিরতরে উদ্ভাসিত হবে।
কিন্তু এই সত্য কেবল একটি বক্তব্য নয়, এটি একটি অঙ্গীকার। একটি প্রতিজ্ঞা যে, সেই ফ্যাসিবাদী শক্তি, যারা গুম, খুন আর অত্যাচারের মাধ্যমে ক্ষমতা আঁকড়ে রেখেছিল, তারা আজীবনের জন্য গণশত্রু হিসেবে ইতিহাসের পৃষ্ঠায় লিপিবদ্ধ থাকবে।
তারুণ্যের এই উৎসব তাই শুধু আনন্দের নয়, এটি স্মৃতির, সাহসের এবং সত্যের উৎসব। আসিফ মাহমুদের সেই বাক্যগুলো আজ আমাদের বিবেককে নাড়া দেয়—”আমি শুধুমাত্র রুমের ভেতরেই চোখ খুলেছিলাম”—কিন্তু আমরা কি সেই চোখ বন্ধ করে রাখবো? নাকি ইতিহাসের আয়নায় সত্যকে স্পষ্টতর করে তুলবো?