সংবাদ শিরোনাম :
প্রিয় কবুতর’ 🕊🕊

জেসমিন যুথি
- আপডেট সময় : ০৯:১২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ৪০ বার পড়া হয়েছে

জেসমিন যুথি
চলতে চলতে হটাৎ পথে
পেলাম কবুতর,
তাকে নিয়েই সময় কাটে
সারা দিনভর।
সকাল হলে যাই ছুটে যাই,
কবুতরের কাছে ,
খাবার পানি খাইয়ে ওদের
ঘুরি পাছে পাছে।
নিজের সব কথা গুলো
কবুতর কে বলি
মনের চাপা দুঃখ গুলো
তার ছোয়াতেই ভুলি।
কবুতরের প্রতি ভালোবাসা
থাকেনা অবহেলা,
তাকে নিয়ে যাই চলে যাই
আনন্দে সারাবেলা।
আমার কাছে মানুষ থেকে
পশু পাখি প্রিয়,
প্রানের প্রিয় কবুতর তুমি
ভালোবাসা নিও।🕊🕊