বগুড়া শেরপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

- আপডেট সময় : ০৫:৪৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫ ৬৮ বার পড়া হয়েছে

বগুড়ার শেরপুরে পুকুরের পানিতে ডুবে একটি ছেলে ও মেয়ে শিশু মারা গিয়েছে। খানপুর ইউনিয়নের সুবলি গ্রামের উত্তর পাড়ায় ১২ ফেব্রয়ারি ২০২৫ রোজ বুধবার দুপুর ৩টায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের রাশেদুজ্জামানের ছেলে রবিউল ইসলাম (৪) এবং ইদ্রিস আলীর মেয়ে ছামিয়া (৬)। স্থানীয় লোকজন এবং নিহতদের স্বজনরা জানান,
বাড়ির পাশে বাচ্চা দুইটি খেলা করছিল। বাচ্চা দুইটি বাড়িতে না আসায় পরিবারের লোকজন তাদের খোঁজাখুজি শুরু করে।
এক পর্যায়ে বিকেল ৪টার দিকে শিশু ছামিয়ার মরদেহ পুকুরে ভাসতে দেখে আত্মীয়-স্বজনসহ এলাকার সবাই ছামিহাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ সময় স্থানীয়রা পুকুরে নেমে খোঁজাখুজি করে ডুবে থাকা শিশু রবিউলের মরদেহ পুকুর থেকে উদ্ধার করে।
এ বিষয়ে শেরপুর থানা ওসি শফিকুল ইসলাম বলেন,আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।