রংপুর নেসকো অফিসে বৈদ্যুতিক তার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট : বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন নগরবাসী

- আপডেট সময় : ০৯:০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার রংপুর
আজ (১১ ফেব্রুয়ারি) মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর লালবাগ কলেজ রোডস্থ নেসকো প্রধান কার্যালয়ে
রংপুর নেসকো অফিসের জাতীয় গ্রিডের ১১ হাজার সঞ্চালন লাইনের বৈদ্যুতিক তার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমন নামে একজন হাসপাতালে মৃত্যু শয্যায়।
অফিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে রংপুর নেসকো অফিসের জাতীয় গ্রিডের ১১ হাজার সঞ্চালন লাইনের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ইমন (২৫) নামে এক যুবক। এসময় তার শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তবে তার অবস্থা আশংকাজনক জানিয়েছেন চিকিৎসক। ইমন রংপুর নগরীর কলেজ রোড শান্তিবাগ এলাকার আতিয়ার রহমানের ছেলে।
নেসকো রংপুরের প্রধান প্রকৌশলী আশরাফুল ইসলাম মণ্ডলকে এ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য ফোন দিয়ে ফোনে পাওয়া গেলেও তিনি বিষয়টি শুনেছেন এবং ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন।
এদিকে জাতীয় গ্রিডের ১১ হাজার সঞ্চালন লাইনে দুর্ঘটনার কারণে সয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এসময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন নগরবাসী।