নারায়ণগঞ্জে ২৫ ফেব্রুয়ারি বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হবে।

- আপডেট সময় : ০৯:০০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে

সিফাতুল মারুফ নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে নারায়ণগঞ্জে একটি সমাবেশের আয়োজন করেছে। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উপস্থিত থাকবেন।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র মোকাবিলার দাবিতে ১২ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের ৬৪ জেলায় সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
২৫ ফেব্রুয়ারির নারায়ণগঞ্জের সমাবেশটি এই কর্মসূচির অংশ, যেখানে মির্জা আব্বাস প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। তবে, সমাবেশের সঠিক স্থান ও সময় সম্পর্কে এখনও নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব জানিয়েছেন, দুই-এক দিনের মধ্যে সমাবেশের স্থান ও সময় নির্ধারণ করা হবে।