বগুড়া শেরপুর, ঘুরতে না নিয়ে যাওয়ায়, এক নববধূর আত্মহত্যা।

- আপডেট সময় : ০৯:৫৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫ ২৮১ বার পড়া হয়েছে

মোঃ মোত্তালিব সরকারঃ বগুড়া শেরপুর পৌর এলাকার প্রফেসার পড়ার সুবর্ণা আক্তার (১৮) নামের এক নববধূ তার স্বামীর ভাড়ায় বাড়িতে, গত ১০ই ফেব্রুয়ারি ২০২৫ তারিখের রোজ সোমবার সন্ধ্যা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
জানা যায়, বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার জামুন্না (বগুড়া পাড়া) গ্রামের মোঃ শরিফ উদ্দিনের মেয়ে সুবর্ণা আক্তার সঙ্গে প্রায় দের মাস পূর্বে শেরপুর প্রফেসর পড়ার মোঃ বিশার ছেলে মোঃ তরিকুল ইসলামের সঙ্গে বিয়ে হয়।
সুবর্ণার পরিবারের লোকজন জানান বিয়ের দের মাসের মধ্য স্বামী স্ত্রীর মাঝে কোন ঝগড়াঝাঁটি মান অভিমান ছিলনা , এরপরও কেন আত্মহত্যা করলো বিষয়টি সন্দেহজনক।
পরবর্তীতে শেরপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং সন্দেহজনক মৃত্যুর দরুন থানায় ফৌজদারী কার্যবিধি আইনের ১৭৪ ধারামতে সুবর্ণা আক্তার এর পিতা শরিফ উদ্দিন কে বাদী করে, একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সন্ধায় মোঃ তরিকুল ইসলাম মোবাইল ফোনে সুবর্ণা আক্তারের পিতা শরিফ উদ্দিনকে জানান তার মেয়ে গলায় ওড়না পেঁচাইয়া গুরুত্বর অসুস্থ অবস্থায় শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। সুবর্ণা আক্তারের পিতা শরিফ উদ্দিন তাৎক্ষনিক সংবাদ পাইয়া শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসিয়া দেখে তার মেয়ে মৃত অবস্থায় জরুরী বিভাগে আছে।
আত্মহত্যার কারণ জানতে চাইলে, তরিকুল ইসলাম তার শশুর সুবর্ণা আক্তারের পিতা শরিফ উদ্দিনকে জানায়, বেড়াইতে যাওয়া নিয়া আপনার মেয়ের সহিত আমার সামান্য কথা কাটাকাটি হয়। আমি বাড়িতে না থাকায়, আপনার মেয়ে আমার উপর অভিমান করে আমার ভাড়া বাসায় বারান্দায় কাঁঠের তীরের সহিত গলায় ওড়না পেঁচাইয়া আত্মহত্যা করিয়াছে।