ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

নতুন অধ্যায়ের সূচনা: ছাত্রনেতৃত্বে রাজনৈতিক দল, প্রধান হচ্ছেন নাহিদ ইসলাম

মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:০২:৫১ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫ ৪০ বার পড়া হয়েছে
দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি:
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মোড়—জুলাই আন্দোলনের ছাত্রনেতাদের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে চলতি মাসেই। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, দলের নেতৃত্বে থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, যিনি আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের আগেই সরকারের পদ থেকে পদত্যাগ করবেন। তবে সরকারে থাকা অন্য দুই ছাত্র প্রতিনিধি এখনই পদত্যাগ করছেন না; তারা নির্বাচন ঘনিয়ে এলে সিদ্ধান্ত নেবেন।

গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই নতুন রাজনৈতিক দলের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশব্যাপী সংগঠন বিস্তারে মনোযোগী হয়, পাশাপাশি নাগরিক সমাজের সমর্থনে গঠিত হয় জাতীয় নাগরিক কমিটি। বর্তমানে উভয় সংগঠন জেলা-থানা পর্যায়ে কমিটি গঠন করছে, যার মূল লক্ষ্য একটি সুসংগঠিত রাজনৈতিক কাঠামো দাঁড় করানো। নতুন রাজনৈতিক দলটি মূলত ছাত্র আন্দোলনের প্রতিনিধি, নাগরিক কমিটির সদস্য এবং সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে গঠিত হবে। প্রথম ধাপে একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।

বাংলাদেশের ইতিহাসে নতুন দলের আত্মপ্রকাশ বিরল নয়। সাম্প্রতিক বছরগুলোতেও বেশ কিছু দল গঠিত হয়েছে, যদিও তাদের মধ্যে খুব কম দলই রাজনীতিতে স্থায়ী প্রভাব ফেলতে পেরেছে। তবে এবার পরিস্থিতি ভিন্ন। ছাত্রদের দীর্ঘ আন্দোলন, জনসম্পৃক্ততা এবং রাজনৈতিক শূন্যতার সুযোগ কাজে লাগিয়ে এই দলটি নতুন মাত্রা যোগ করতে পারে।

এ দল কতটা প্রভাব ফেলতে পারবে, তা সময়ই বলে দেবে। তবে একথা নিশ্চিত যে, বাংলাদেশে ছাত্র রাজনীতি আবারও কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এবং এ যাত্রা কেবল নতুন দলের গঠনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং সামগ্রিক রাজনীতির চেহারাও বদলে দিতে পারে। এরকম একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক মানবজমিনের প্রথম পাতায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নতুন অধ্যায়ের সূচনা: ছাত্রনেতৃত্বে রাজনৈতিক দল, প্রধান হচ্ছেন নাহিদ ইসলাম

আপডেট সময় : ০৩:০২:৫১ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি:
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মোড়—জুলাই আন্দোলনের ছাত্রনেতাদের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে চলতি মাসেই। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, দলের নেতৃত্বে থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, যিনি আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের আগেই সরকারের পদ থেকে পদত্যাগ করবেন। তবে সরকারে থাকা অন্য দুই ছাত্র প্রতিনিধি এখনই পদত্যাগ করছেন না; তারা নির্বাচন ঘনিয়ে এলে সিদ্ধান্ত নেবেন।

গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই নতুন রাজনৈতিক দলের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশব্যাপী সংগঠন বিস্তারে মনোযোগী হয়, পাশাপাশি নাগরিক সমাজের সমর্থনে গঠিত হয় জাতীয় নাগরিক কমিটি। বর্তমানে উভয় সংগঠন জেলা-থানা পর্যায়ে কমিটি গঠন করছে, যার মূল লক্ষ্য একটি সুসংগঠিত রাজনৈতিক কাঠামো দাঁড় করানো। নতুন রাজনৈতিক দলটি মূলত ছাত্র আন্দোলনের প্রতিনিধি, নাগরিক কমিটির সদস্য এবং সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে গঠিত হবে। প্রথম ধাপে একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।

বাংলাদেশের ইতিহাসে নতুন দলের আত্মপ্রকাশ বিরল নয়। সাম্প্রতিক বছরগুলোতেও বেশ কিছু দল গঠিত হয়েছে, যদিও তাদের মধ্যে খুব কম দলই রাজনীতিতে স্থায়ী প্রভাব ফেলতে পেরেছে। তবে এবার পরিস্থিতি ভিন্ন। ছাত্রদের দীর্ঘ আন্দোলন, জনসম্পৃক্ততা এবং রাজনৈতিক শূন্যতার সুযোগ কাজে লাগিয়ে এই দলটি নতুন মাত্রা যোগ করতে পারে।

এ দল কতটা প্রভাব ফেলতে পারবে, তা সময়ই বলে দেবে। তবে একথা নিশ্চিত যে, বাংলাদেশে ছাত্র রাজনীতি আবারও কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এবং এ যাত্রা কেবল নতুন দলের গঠনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং সামগ্রিক রাজনীতির চেহারাও বদলে দিতে পারে। এরকম একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক মানবজমিনের প্রথম পাতায়।