ঢাকা ধানমন্ডি সায়েন্সল্যাবে সিটি ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ।

- আপডেট সময় : ০৬:৫৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:
রাজধানীর ঢাকা ধানমন্ডি এলাকায় সায়েন্সল্যাবরোটরি মোড়ে সিটি কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে।
৯ ফেব্রুয়ারি রবিবার বিকেলে এ সংঘর্ষের সূত্রপাত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে আইডিয়াল কলেজের শতাধিক শিক্ষার্থী লাঠি নিয়ে ঢাকা সিটি কলেজের সামনে অবস্থান নেন। পরে তারা ইট পাটকেল নিক্ষেপ করে এবং লাঠি দিয়ে আঘাত করে এবং ঢাকা সিটি কলেজের নামফলক খুলে ফেলেন। এ ঘটনায় সিটি কলেজের শিক্ষার্থীরা ও বিক্ষুব্ধ হয়ে পাল্টা নিক্ষেপ করে এবং সংঘর্ষ শুরু হয়। এতে পুরো এলাকাজুড়ে তৈরি হয় আতঙ্ক। তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায় মিরপুর সড়কের যান বাহন চলাচল।
এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় উভয়পক্ষেরই বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।
ধানমন্ডি থানার কর্তব্যরত অফিসার সাব্বির হায়দার বলেন, পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।