বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা শহর শাখার উদ্যোগ বর্ণাঢ্য র্যালি ও বিক্ষোভ সমাবেশ

- আপডেট সময় : ০৫:৫২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫ ৬১ বার পড়া হয়েছে

মোঃ আরিফ হোসেন রনি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা শহর শাখার উদ্যোগ বর্ণাঢ্য র্যালি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি মুহাম্মদ আল মামুন এর নেতৃত্বে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে সাতক্ষীরা শহরের সংগীতা মোড় হতে বর্ণাঢ্য র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আসিফ চত্বরে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারি মেহেদী হাসান এর পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সাবেক সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম বকুল, খোরশেদ আলম, অ্যাডভোকেট আবু তালেব, মোঃ আনিসুর রহমান, সাবেক জেলা সভাপতি আব্দুল গফুরসহ শিবিরের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।