সংবাদ শিরোনাম :
সংস্কারের আড়ালে বিলম্ব—ষড়যন্ত্র কিনা খতিয়ে দেখতে হবে: তারেক রহমান”

মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি:
- আপডেট সময় : ০১:৫২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে

মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “কিছু মানুষ সংস্কারের নামে সব প্রক্রিয়াকে অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘায়িত করছে। এটি কোনো ষড়যন্ত্র কি না, তা খতিয়ে দেখতে হবে।”
বুধবার বিকেলে ফেনীর সোনাগাজী উপজেলা বিএনপির এক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “দেশে জনগণের শাসন নিশ্চিত করতে হলে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে। প্রক্রিয়া দীর্ঘ হলে সংকট আরও বাড়বে।”
তারেক রহমান আরও বলেন, “শেখ হাসিনাসহ আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের প্রচলিত আইনে বিচার করতে হবে। বিচার না হলে গুম-খুনের মতো অপরাধ আরও উৎসাহিত হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে।”