সাতক্ষীরা জেলা বিএনপির আনন্দ মিছিল

- আপডেট সময় : ০৭:৪৬:০৮ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে

মোঃ আরিফ হোসেন রনি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
বুধবার ৪টায় ৩০মিনিট, (৫ফেব্রুয়ারি’২৫) সাতক্ষীরায় জেলা বিএনপির আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেনন। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার সময় শহরের নিউ মার্কেটের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাটের মোড়ে এসে শেষ হয়।
এ সময় মিছিল পূর্ববর্তী সমাবেশে বক্তব্য দেন, নবগঠিত আহ্বায়ক কমিটির সুযোগ্য আহ্বায়ক জনাব রহমাতুল্লাহ পলাশ, বর্তমান আহবায়ক কমিটির যুগ্ন আহ্বায়, সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাসকিন আহমেদ চিশতী, বর্তমান কমিটির যুগ্ন আহবায়ক ডক্টর মনিরুজ্জামান ও সদস্য সচিব সাবেক যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলসহ জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তব্যে বক্তারা বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একুত্রিশ দফা নিয়ে মানুষের কাছে বিএনপিকে তুলে ধরার জন্য বিএনপির প্রতিটি নেতাকর্মীকে আহ্বান জান।