সংবাদ শিরোনাম :
হতে চাই বীর

জান্নাতুল ফাহিমা তানহা
- আপডেট সময় : ১২:৩০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫ ১০৭ বার পড়া হয়েছে

^^^^^ হতে চাই বীর ^^^^^
জান্নাতুল ফাহিমা তানহা
—————————————
নিচু না করেই শির ,
আমি যে হতে চাই বীর ।
ওহে বীর ! তুমি যে শ্রেষ্ঠ ,
লড়াইয়ের জন্য আমাকে করো প্রকৃষ্ট ।
হতে চাই তাদেরই মতো ,
যারা দেশের জন্য রক্ত দিয়েছে কতো ।
মুগ্ধ ও আবু সাঈদের মতো ,
অনেক মায়ের , সন্তান হারিয়েছে কতো ।
মাগো আজ আমি হব মহা বীর ,
শত্রু সেনা যতোই হোক না কেন গুরু , ওঝা , পীর ।
বীরের মতো লড়াই করবো বার বার ,
দস্যু তোদের বিনাশ হবে , ছাড় পাবি না আর ।
বীরের বেশে সংগ্রাম করাই মহাকাজ ,
বৈরী আছিস যতো , তোদের মৃত্যু হবে আজ ।