বালিয়াকান্দির জংগল ইউনিয়নের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা উৎযাপন

- আপডেট সময় : ০৬:৫৩:০৪ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে

মোঃ জাহিদুর রহিম মোল্লা রাজবাড়ী জেলা প্রতিনিধি :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার হিন্দু প্রত্যাশিত এলাকা জংগল ইউনিয়নের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীরা বিপুল উৎসাহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে।
(০৩ ফেব্রুয়ারি) সোমবার সকাল থেকেই বালিয়াকান্দি উপজেলার (৭টি) ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের উদ্যোগে নানা আয়োজনে বিদ্যাদেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়।
বালিয়াকান্দি প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে আয়োজনের পাশাপাশি শিক্ষার্থীদের উদ্যোগে, শিক্ষা প্রতিষ্ঠান, বাড়িসহ বিভিন্ন মণ্ডপে মণ্ডপে পূজার আয়োজন করা হয়। বিদ্যার দেবী সরস্বতীর চরণে ফুল দিয়ে প্রার্থনা করেন শিক্ষার্থীরা।
জংগল ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায়, সকল পূজা, মন্ডপ স্ব-স্ব প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ পুজার আয়োজন করে।
পুজা উপলক্ষে জংগল ইউনিয়নের সকল পুজা মন্ডপ নিজেরাই পাহারা দিয়ে বিদ্যার দেবী সরস্বতীর চরণে ফুল দিয়ে প্রার্থনা করেন শিক্ষার্থীরা।
জঙ্গল সম্মিলনী আদর্শ উচ্চ বিদ্যালয় ও ধর্মতলা মাধ্যমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় পোটরা
ও
সমাধীনগর আর্য সংঘ বিদ্যা মন্দির মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারদ কুমার বাছার বলেন, এতে বিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক ও কর্মকর্তারা একত্রিত হয়ে সম্প্রতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। উৎসব মুখর পরিবেশে আয়োজিত এ পুজা ক্যাম্পাসে সম্প্রতি ও সৌহার্দ্য বার্তা বহন করে।