সংবাদ শিরোনাম :
নারীর মর্যাদা

জান্নাতুল ফাহিমা তানহা
- আপডেট সময় : ১২:১০:৩২ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৩২ বার পড়া হয়েছে

°°°°° নারীর মর্যাদা °°°°
জান্নাতুল ফাহিমা তানহা
————————————-
নারী তুমি সতী,
অপমানিত হও অতি ।
অমর্যাদা,অসম্মান তোমার প্রতি অঙ্গে,,
তবুও তুমি নিচু করে মাথা,থাকো সবার সঙ্গে ।
নারী তুমি মহৎ,,,
তোমার গুরুত্ব বুঝে না এই জগৎ ।
নারী তোমার অল্প কিছু আশা,,
অপমানিত হওয়ার পরেও বলার নেই কোনো ভাষা ।
নারী তুমি জ্ঞানী – গুণী সম্পন্ন,,
হায়! তবুও তোমার মর্যাদা অপূর্ণ ।
নারী তোমার , বোঝেনা কেউ গুরুত্ব ,
শুধু বাড়ে তোমার প্রতি মর্যাদার দূরত্ব৷।