যানজট নিরসনে ট্রাফিক স্ট্যান্ড জরুরি

- আপডেট সময় : ১১:৩৮:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫ ৬০ বার পড়া হয়েছে

মোঃ হুমায়ুন কবির চন্দ্রগঞ্জ প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারস্থ আঞ্চলিক মহাসড়কের বাসস্ট্যান্ডের মোড়ে ট্রাফিক স্ট্যান্ড স্থাপন করা এখন জরুরি হয়ে পড়েছে।
এখানে শৃঙ্খলা না থাকায় প্রায়শই সড়ক জুড়ে লেগে থাকে দীর্ঘ যানজট। বাজারের ভিতরের প্রবেশপথে অহরহ যানজট লেগে থাকার কারণে ভোগান্তি পোহাচ্ছে সকল শ্রেণি পেশার মানুষ। এই গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক স্ট্যান্ড না থাকার কারণে বাজারে প্রবেশের মোড়ে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে।
রিক্সা, ভ্যানগাড়ি, সিএনজিসহ ভারী যানবাহনও প্রবেশ পথে পার্কিং করছে চালকরা। এদিকে যানবাহন পার্কিংয়ের উপযুক্ত স্থান নির্ধারণ না থাকায় মহাসড়কসহ বাজারের অভ্যন্তরে এলোপাতাড়ি যানবাহন পার্কিং করা হচ্ছে। ফলে পুলিশ প্রশাসন, জেলা ও উপজেলা প্রশাসনের গাড়িও বাজারের ভিতরে যাতায়াত করতে যানজটের কবলে আটকা পড়ে। এমনকি যানজটের কারণে হাসপাতালের এ্যাম্বুলেন্স গাড়িও বাজারের অভ্যন্তরে যাতায়াত করতে পারছেনা।
এছাড়া রাস্তার দু’পাশে ফুটপাত দখল করে যানবাহন ও জনচলাচলে অচলাবস্থা সৃষ্টি করা হয়েছে। জরুরি ভিত্তিতে ফুটপাত থেকে অবৈধ দখলদারদেরকেও উচ্ছেদ করা প্রয়োজন হয়ে পড়েছে। যানজট নিরসন ও সড়ক দূর্ঘটনা রোধে স্থায়ী সমাধানের জন্য চন্দ্রগঞ্জ বাসস্ট্যান্ড মোড়ে ট্রাফিক স্ট্যান্ড স্থাপন করে ট্রাফিক পুলিশ নিয়োগ দেওয়া এখন জরুরি হয়ে পড়েছে।