শেরপুর শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন, বগুড়ার রোভার স্কাউট।

- আপডেট সময় : ১২:০৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে

বাংলাদেশের উত্তরের প্রবেশদ্বার বগুড়া জেলা। রাজনৈতিক বেরাজালে উন্নয়নের তেমন ছোঁয়া না পেলেও শিক্ষার মান অনেকটাই এগিয়ে। এই জেলাতে অনেক সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক সামাজিক মানবিক করে গড়ে তুলতে সার্বিক ভূমিকায় রেখে যাচ্ছে, এরই একটি অংশ স্কাউট। বগুড়া জেলার রোভার স্কাউট দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করে সুনাম অর্জন করে আসছে, এরি ধারাবাহিকতায় গরিব মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে চলমান শীতে, বগুড়া শেরপুর উপজেলার অসহায় দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণের আয়োজন করেন,বগুড়া জেলার রোভার স্কাউট।
কম্বল বিতরণ কালে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আশিক খান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জনাব মাহমুদুল্লাহ কাফি শেরপুর শাহিদীয়া মাদ্রাসার রোভার স্কাউট লিডার, সন্মানিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল বাছেদ রানা, শালফা টেকনিক্যাল বিএম কলেজ রোভার স্কাউট লিডার। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ আনিসুল হক, শেরপুর সরকারি কলেজ রোভার স্কাউট লিডার।
এছাড়াও কম্বল ভিতরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং স্কাউট দলের বিভিন্ন শিক্ষার্থী সদস্যবৃন্দ।