গভীর রাতে সুড়ঙ্গ খুঁড়ে লালমনিরহাটে সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টা

- আপডেট সময় : ১২:২৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার রংপুর: (২৭ জানুয়ারি) সোমবার রাত দেড়টার দিকে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি সোনালী ব্যাংকের একটি উপ-শাখায় সুড়ঙ্গ খুঁড়ে ডাকাতির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে স্থানীয়রা টের পেলে পালিয়ে যায় তারা।
রাত দেড়টার দিকে ব্যাংকের পিয়ন সন্দেহজনক শব্দ পেয়ে বিষয়টি বুঝতে পারেন এবং চিৎকার করেন। তার চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে ব্যাংকের পেছনের দেয়ালে একটি সুড়ঙ্গ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে রাখে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ব্যাংকে থাকা অর্থ লুট হয়েছে কি না, সে বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ এখনো কোনো মন্তব্য করেনি। তবে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনা তদন্ত করে বিস্তারিত জানা যাবে।