ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৬:৪৭:১৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার রংপুর: আজ (২৬ জানুয়ারি) রবিবার সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
হারানো নির্বাচনী ব্যবস্থা ফিরিয়ে আনাই এবারের নির্বাচনের প্রধান চ্যালেঞ্জ হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।
মো. সানাউল্লাহ বলেন, এবারের নির্বাচনের প্রধান চ্যালেঞ্জ হবে হারানো নির্বাচনী ব্যবস্থা ফিরিয়ে আনা। নির্বাচন কমিশন এ সুযোগ হারাতে চায় না।
এই নির্বাচন কমিশনার আরও বলেন, বিগত সময়ে প্রিজাইডিং ও পোলিং অফিসাররা ঠিকভাবে কাজ করতে পারেনি। তবে এবার নিরপেক্ষ মানুষদের দায়িত্ব দেওয়া হবে এবং ক্ষমতায়ন করা হবে। একইসঙ্গে সমভাবে ভোট আয়োজনের জন্য সকল পদক্ষেপ নেওয়া হবে।
শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের জন্য ৩ লাখ ৮৮ হাজার আবেদন পেন্ডিং আছে উল্লেখ করে নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত ও এনআইডিতে সঠিক তথ্য নিশ্চিত করতে সতর্কভাবে কাজ করার নির্দেশ দেন ইসি সানাউল্লাহ।